Monday, May 6, 2013

২৩১৭ বছর...............নুরুন্নাবী

এখন পৃথিবীর লোক সংখ্যা ১ কোটি। মানুষ গুলো তিনটি ভাগে বিভক্ত।  ১ম,২য় ও ৩য় শ্রেণি। ৩য় শ্রেণীর মানুষ শ্রমিক তাদের জীবন অতিবাহিত হয় কাজ করতে করতে। তারা বিয়ে করতে পারে না। তাদের জন্য প্রতিটি কাজই র্নিধারিত তারা এর ব্যতিক্রম করতে পারে না। তাদের তত্তাবদানের জন্য আসে কর্মি রোবট। তারা বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য তৈরি করে যা ব্যবহার করে ২য় শ্রেণীর মানুস। মানুষ এসময় খাবারের উপর নির্ভরশীল নয়। তাদের জন্য একপ্রকার শেওলা থেকে খাবার তৈরি করা হয় যা ইনজেকশনের মাদ্যমে মানুষের শরীরে দিনে একবার পুষ করা হয়। যা সারা দিনের শক্তি যোগায়। ৩য় শ্রেণীর মানুষের মধ্যে যাদের মধ্যে বিশেষ কোন গুন খুজে পাওয়া যায় তাদের ১ম শ্রেণীর মানুষ নিয়ে যায়। যারা অধিক পরিশ্রমী তারা ২য় শ্রেণীতে যেতে পারে। ৩য় শ্রেণীর লোকজন দিনে ১৮ ঘণ্টা কাজ করে। তাদের অনেক নিয়ম মেনে চলতে হয়। সকাল ৫ টায় ঘুম থেকে উঠে মর্নিং ওয়াল্ক করে  ইনজেকশন নিতে হয় এর পর কাজে যেতে হয়। এভাবেই তাদের জীবন অতিবাহিত হয়। তারা মাসে ৪ দিন পতিতালয়ে যেতে পারে। তাদের মিলনে যদি নতুন কোন মানুষ পৃথিবীতে আসে তারাও ৩য় শ্রেণীর সদস্য হয়।

২য় শ্রেণীর লোকজন দিনে ৬-৭ ঘণ্টা কাজ করে। তাদের বিয়ে করার অধিকার আসে। তাদের বিনোদনের জন্য বিভিন্ন ব্যবস্থা আসে। আর ১ম শ্রেণীর লোকজন হল বর্তমান পৃথিবীর শাসন কর্তা। ১ম শ্রেণীর মোট লোক সংখা ২৩ জন যারা প্রতেকেই বিজ্ঞানী। ২২০০ সালে যখন পৃথিবীতে পারমানবিক অস্রের যুদ্ধ হয় তখন তারা ১৯-২৩ বছরের যুবক। এ যুদ্ধ এর ফলে পৃথিবীর জনসংখ্যার ৩ ভাগের ২ ভাগ মানুষ মারা যায়। যারা বেঁচে ছিল তাদের বেশির ভাগ মানুষ মারা যায় যুদ্ধ পরবর্তী দূষণ ও পানি শূন্যতার কারনে। ভাগ্যের জোরে যারা বেঁচে ছিল তাদের নিয়ে নতুন আক পৃথিবী ঘরে তলে তারা। আগের বিজ্ঞান অ প্রযুক্তির উন্নতির সাথে তারা নতুন নতুন প্রযুক্তি যুক্ত করে তারা মানুষকে নতুন আক পৃথিবী উপহার দেয়। পুরো পৃথিবী CRS নামে এক কম্পিউটার নিয়ন্ত্রণ করছে। তারা পূর্বের পৃথিবীর অবিজ্ঞতা কাজে লাগিয়ে তিনটি শ্রেণীতে বিভক্ত করে পৃথিবী পরি চালনা করছে। যাতে মানুষ এক শ্রেণীতে যাওয়ার জন্য কোন অন্যের সাথে জুক্ত না হয়।

১ম শ্রেণীর লোকজন প্রতি বছর ১০ জন সুন্দরী নারী তাদের চাহিদা পুরনের জন্য ১ম ও ২য় শ্রেণীর নারীদের মধ্য থেকে বেছে নেয়। যদি কেউ সন্তান জন্ম দেয় তারা সরাসরি ২য় শ্রেণীর অন্তরভুক্ত হয় আর নারীগণ পতিতাহিসেবে ৩য় শ্রেণীর মানুষদের জন্য বরাদ্দ দেওয়া হয়।

কিছু দিনের মধ্যে একটা যুগান্তকারী  ইনজেকশন আবিষ্কৃত হয় যা মানুষকে অমরত্ব দান করবে। কিন্তু সমস্যা হল এটা ব্যাবহারে পর সন্তান জন্ম দানের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। ১ম শ্রেণীর লোক সংখা ধীরে ধীরে কমছে যা বর্তমান পৃথিবীর জন্য দুসংবাদ। এখন বর্তমান পৃথিবীকে টিকিয়ে রাখতে হয়   অমরত্ব দানকারী  ইনজেকশন ব্যবহার করতে হবে না হয় নিশ্চিত ধ্বংসের দিকে ধাবিত হবে। এ নিয়ে ১ম শ্রেণীর লোকদের মধ্যে উত্থেজনা বিরাজ করছে। এবিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সবাই উপস্তিত হয়ছে  CRS তাদের এর বর্তমান ও ভবিষ্যৎ বর্ণনা করছে। সবাই মনোযোগ দিয়ে শোনার পর অনেকক্ষণ চুপ থেকে একজন প্রস্তাব দিল ভোট করার জন্য। ভোটে  নিশ্চিত ধ্বংসের দিকে ধাবিত হওয়ার পক্ষে রায় হল। কারণ   অমরত্ব মানুষের জীবন কে একঘেয়েমি করে তুলবে এর চেয়ে বর কথা মানুষের বংশ  বৃদ্ধি নষ্ট করবে যার ফলেও মানুষ এর মৃত্য ঘটবে।  সিদ্ধান্ত নেয়া হয়েছে এখন শুধু অপেক্ষা .................................