Tuesday, November 12, 2013

Invictus ............... William Ernest Henley

Out of the night that covers me,
Black as the Pit from pole to pole,
I thank whatever gods may be
For my unconquerable soul.

In the fell clutch of circumstance
I have not winced nor cried aloud.
Under the bludgeonings of chance
My head is bloody, but unbowed.

Beyond this place of wrath and tears
Looms but the Horror of the shade,
And yet the menace of the years
Finds, and shall find, me unafraid.

It matters not how strait the gate,
How charged with punishments the scroll,
I am the master of my fate:
I am the captain of my soul. 

Wednesday, October 30, 2013

রাজা চন্দ্র ..............................মোঃ নুরুন্নাবী

অনেক অনেক আগে সূর্য রাজ্য নামে একটা রাজ্য ছিল । রাজার নাম ছিল সূর্য নারায়ণ । রাজার ১৫ বছর পরে প্রথম সন্তান জন্মগ্রহন করে তার নাম রাখে চন্দ্র সেই সঙ্গে রাজ্যের নাম পরিবর্তন করে রাখেন চন্দ্র রাজ্য । চন্দ্রের বয়েস যখন ১৬ বছর তখন রাজা মারা যায় জার ফলে রাজ্যের নতুন রাজা হয় চন্দ্র । রাজা হবার কয়েক দিনের মধ্যে তার চাচা তাকে হত্যা করে রাজা হবার চেষ্টা করে কিন্তু সেনাপতির বিশ্বস্ততার কারনে সেটি ঘটে নি । রাজা চন্দ্র তলোয়ার চালনায় ছিলেন তৎকালীন সময়ে তার মত যোদ্ধা ছিল না । রাজা চন্দ্র প্রথম ২১ বছর বয়েসে মিজরাম রাজ্য জয় করেন একরকম বিনা বাধায় তার কৌশল ও বুদ্ধি মত্তার কারনে । সেই রাজ্যের রাজকন্যাকে বিয়ে করেন রাজা চন্দ্র । এই রাজ্য জয়ের মাধ্যমে তার রাজ্য জয়ের শুভ সূচনা ঘটে । এরপর তিনি ১০ টি রাজ্য জয় করেন সাথে সেই রাজ্যের রাজ কন্যাকে বিয়ে করেন । নতুন রাজকন্যা বিয়ে করার সাথে সাথে আগের রানীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটান । কয়েক দিনের মধ্যে তিনি নতুন ও সমৃদ্ধ রাজ্য কাশ্মীর আক্রমণ করেন । এখানেও তিনি জয়ই হন । তার রীতি অনুযায়ী কাশ্মীরের রাজকন্যা কে বিয়ে করতে চান কিন্তু কাশ্মীরের রাজকন্যা সুলতানা রাজিয়া এতে অমত করেন কারন তিনি একজন মুসলিম কিন্তু রাজা হিন্দু । কিন্তু রাজা চন্দ্র সুলতানা রাজিয়ার রূপ দেখে তিনি এত মুগ্ধ হয়েছেন যে তিনি যে কোন মুললে তাকে বিয়ে করবেন। এক প্রকার জোর করেই তিনি রাজিয়াকে বিয়ে করেন । তাকে তার রাজপ্রাসাদে নিয়ে আসেন ও আগের স্ত্রীকে ত্যাগ করেন । রাজা চন্দ্র এবার নিজের রাজ্যের উন্নয়ন ও প্রজাদের দিকে মন যোগী হলেন কারন এতদিন তিনি সুধু রাজ্য জয়ের জন্য চেষ্টা করেছেন নিজের রাজ্যের দিকে তাকানোর সময় পাননি । সুলতানা রাজিয়া মুসলিম হওয়ায় সে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পরতেন কিন্তু রাজা চন্দ্র তাকে কখন এসব কাজ করতে বাধা দেননি আবার নিজের ধর্ম থেকে সরে আসেন নি । সুলতানা রাজিয়া স্বামীর যত স্বাদ মেটানর চেষ্টা করতেন কখনও স্বামীর অবাধ্য হতেন না । যেহেতু রাজা চন্দ্র অনেকদিন রাজ্যের দিকে নজর রাখেন নি তাই তার কর্মচারী গণ তার মত বিভিন্ন রাজ্য থেকে সুন্দরী মেয়ে জোর করে ধরে এনে বিয়ে করত ও ইচ্ছা মত ফেলে দিত । সুলতানা রাজিয়া এটা জানার রাজা চন্দ্রকে বলেন । রাজা চন্দ্র সবার শাস্তির ব্যবস্থা করেন ও এটা বন্ধ করেন ।

প্রায় বছর খানেক পরে রাজা চন্দ্র গুরাত রাজ্য জয়ের জন্য বের হন কিন্তু সুলতানা রাজিয়া তার সাথে যেতে চান এবং বলেন ,"আমি আপনার সঙ্গে যেতে চাই, জাহাপানা ।"
রাজা বললেন ,"বেগম , আপনি জানেন যুদ্ধের সময় আমি কখন নারী সঙ্গে নেই না এটা আমাকে অন্যমনস্ক করে দেয় । আবার যুদ্ধের সময় আমার অনেক কিছুই হতে পারে তখন আপনাকে কে দেকবে । আমি আপনাকে কোন বিপদে ফেলতে পারবনা ।"
"জাহাপানা, যেদিন থেকে আমি আপনার স্ত্রী তখন থেকে আপনার ভাল মন্দ দেখার দায়িত্ব আমি নিয়েছি । আপনার সমস্যা হয় এমন কিছু আমি করবনা কিন্তু আমি আপনাকে ছেরে থাকতে পারবনা । আর আপনি সাথে থাকলে আমি যেকোনো কিছুর জন্য প্রস্তুত আছি ।"
"আচ্ছা ঠিক আছে ।"
রাজের সাথে রানী যুদ্ধের ময়দানে গেলেন এবং সেই রাজ্য জয় করলেন । রাজা চন্দ্রের অভ্যাস অনুযায়ী নতুন রাজ্যের রাজকন্যাকে বিয়ে করার চিন্তা করলেন কিন্তু সুলতানা রাজিয়া কে দেখার পর রাজকন্যাকে সাধারন একজন মেয়ের মত মনে হয় । রাজা চন্দ্র দ্বিধায় পরে গেলেন । সুলতানা রাজিয়া রাজাকে চিন্তিত দেখে বললেন ," আপনার চিন্তার কিছু নাই আমি আপনার বিয়েতে বাধা দিবনা । আপনি নিশ্চিন্তে রাজকন্যাকে বিয়ে করতে পারেন । চলুন ঘুমাতে যাই ।"
রাজা চন্দ্র সুলতানার সাথে কাফেলায় ফিরে গেলেন । সকালে উঠে রাজা চন্দ্র তার বাহিনী নিয়ে ফিরে আসলেন তার রাজ্যে । সাথে একটা সাজান কাফেলা । রাজ্যের সবাই এসেছে নতুন রানী দেখার জন্য । রানী বের হলেন কিন্তু নতুন নয় আগের রানী ।


চন্দ্র রাজ্যে এক জায়গায় বিদ্রোহের সংগঠনের একটা সম্ভাবনা দেখা দেয় রাজার গুপ্তচর এই সংবাদ নিয়ে আসে । রাজা চন্দ্র অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান এবং সেই স্থানে যাওয়ার জন্য রওনা হন সাথে তার বেগম । রাজা চন্দ্র সেখানে গিয়ে তার দুর্গে আশ্রয় নেন । তিনি এতটা ক্ষিপ্ত হয়েছিলেন যে তিনি সব বিদ্রোহদের হত্যার নির্দেশ দেন কিন্তু রানী তাকে বিদ্রোহীদের সাথে সরাসরি কথা বলতে বলেন । তিনি  তাই সব বিদ্রোহীদের তার সামনে হাজির করতে বলেন । সবার সাথে কথা বলে তিনি জানতে পারেন এখানে ছয় মাস ফসল হয় না পানি না থাকার কারনে আর তাদের খাবার পানির খুব সমস্যা তাই তারা বিদ্রোহ করে নিজেরাই নিজেদের খাল খনন করবে । রাজা চন্দ্র খাল খননের নির্দেশ দেন । যার সেখানকার জমির পানির সমস্যা মিটে আর ১০০ কুপ খননের নির্দেশ দেন জাতে তাদের পানির সমস্যা মিটে যায় ।

রাজা চন্দ্র আরও বেশি রাজ্যের দিকে মনোনিবেশ করেন । রাজ্যের মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নেন । তার এসব পরিবর্তন এসেছে তার সন্তান আগমনের খবর শুনে । সুলতানা রাজিয়ার নিয়মিতি পরিচর্যা করছেন । সুলতানা রাজিয়ার সাথের বিয়ের প্রথম থেকে রাজা চন্দ্র কে মুসলিম হওয়ার কথা বলছেন । অবশেষে রাজা চন্দ্র রাজী হয়েছেন । রাজা চন্দ্র সুলতানা রাজিয়ার মাধ্যমে মুসলমান হন । সেই রাতে খবর আসে গুরাত রাজ্যের রাজ পরিবার বর্গ সৈন্য সংগ্রহ করে বিদ্রোহ করে রাজা চন্দ্রের সৈন্যদের বিতাড়িত করেছে । রাজা চন্দ্র সন্তান সম্ভাবা রানী রানী রেখে প্রথম বারের মত যুদ্ধে গেলেন । গুরাত রাজ্যের সৈন্যদের হটিয়ে আবার রাজ্য দখল করেন রাজা চন্দ্র । রাজা চন্দ্র যখন রাজপ্রাসাদে ফেরার সময় গুরাত রাজ্যের গুপ্তচর তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে হত্যা করে । আর একই সময় রানী সুলতানা রাজিয়া একটি ছেলে সন্তান প্রসব করেন । যে ছেলের নাম রাখা হয় সুলেমান চন্দ্র । যে পিতার মত তলয়ার চালনায় দক্ষ হয়ছে এবং ১০ বছর বয়েসে সিংহাসনে প্রথমেই গুরত রাজ্য দখল করেন ।

উৎসর্গ ঃ
আমাদের একটা গ্রুপ আছে যার নাম আমরা বিশ যদিও এর সদস্য সংখ্যা ৬ জন । সেই গ্রুপের সকল সদস্যদের জন্য আমার এ গল্প ।

Tuesday, October 29, 2013

USA Stock Trading

If you think about International Stock Trading, USA stock exchanges will come first. Stock trading is more safe than FOREX trading. There are many blogs,forums,tutorial websites online to learn about USA stock trading. But if you haven't enough time to analyse market,I can recommend you a website. The owner of the website is too industrious to analyse USA stocks. You can check the offer of him.


নীরা ও জীরো আওয়ার– সুনীল গঙ্গোপাধ্যায়

এখন অসুখ নেই, এখন অসুখ থেকে সেরে উঠে
পরবর্তী অসুখের জন্য বসে থাকা। এখন মাথার কাছে
জানলা নেই, বুক ভরা দুই জানলা, শুধু শুকনো চোখ
দেয়ালে বিশ্রাম করে, কপালে জলপট্টির মতো
ঠাণ্ডা হাত দূরে সরে গেছে, আজ এই বিষম সকালবেলা
আমার উত্থান নেই, আমি শুয়ে থাকি, সাড়ে দশটা বেজে যায়।

প্রবন্ধ ও রম্যরচনা, অনুবাদ, পাঁচ বছর আগের
শুরু করা উপন্যাস, সংবাদপত্রের জন্য জল-মেশানো
গদ্য থেকে আজ এই সাড়ে দশটায় আমি সব ভেঙেচুরে
উঠে দাঁড়াতে চাই–অন্ধ চোখ, ছোট চুল–ইস্ত্রিকরা পোশাক ও
হাতের শৃঙ্খল ছিঁড়ে ফেলে আমি এখন তোমার
বাড়ির সামনে, নীরা থুক্‌ করে মাটিতে থুতু ছিটিয়ে‌
বলি : এই প্রাসাদ একদিন আমি ভেঙে ফেলবো! এই প্রাসাদে
এক ভারতবর্ষব্যাপী অন্যায়। এখান থেকে পুনরায় রাজতন্ত্রের
উৎস। আমি
ব্রীজের নিচে বসে গম্ভীর আওয়াজ শুনেছি, একদিন
আমূলভাবে উপড়ে নিতে হবে অপবিত্র সফলতা।

কবিতায় ছোট দুঃখ, ফিরে গিয়ে দেখেছি বহুবার
আমার নতুন কবিতা এই রকম ভাবে শুরু হয় :
নীরা, তোমায় একটি রঙিন
সাবান উপহার
দিয়েছি শেষবার;
আমার সাবান ঘুরবে তোমার সারা দেশে।
বুক পেরিয়ে নাভির কাছে মায়া স্নেহে
আদর করবে, রহস্যময় হাসির শব্দে
ক্ষয়ে যাবে, বলবে তোমার শরীর যেন
অমর না হয়…

অসহ্য! কলম ছুঁড়ে বেরিয়ে আমি বহুদূর সমুদ্রে
চলে যাই, অন্ধকারে স্নান করি হাঙর-শিশুদের সঙ্গে
ফিরে এসে ঘুম চোখ, টেবিলের ওপাশে দুই বালিকার
মতো নারী, আমি নীল-লোভী তাতার বা কালো ঈশ্বর-খোঁজা
নিগ্রোদের মতো অভিমান করি, অভিমানের স্পষ্ট
শব্দ, আমার চা-মেশানো ভদ্রতা হলুদ হয়!

এখন, আমি বন্ধুর সঙ্গে সাহাবাবুদের দোকানে, এখন
বন্ধুর শরীরে ইঞ্জেকশন ফুঁড়লে আমার কষ্ট, এখন
আমি প্রবীণ কবির সুন্দর মুখ থেকে লোমশ ভ্রুকুটি
জানু পেতে ভিক্ষা করি, আমার ক্রোধ ও হাহাকার ঘরের
সিলিং ছুঁয়ে আবার মাটিতে ফিরে আসে, এখন সাহেব বাড়ীর
পার্টিতে আমি ফরিদপুরের ছেলে, ভালো পোষাক পরার লোভ
সমেত কাদা মাখা পায়ে কুৎসিত শ্বেতাঙ্গিনীকে দু’পাটি
দাঁত খুলে আমার আলজিভ দেখাই, এখানে কেউ আমার
নিম্নশরীরের যন্ত্রনার কথা জানে না। ডিনারের আগে
১৪ মিনিটের ছবিতে হোয়াইট ও ম্যাকডেভিড মহাশূন্যে
উড়ে যায়, উন্মাদ! উন্মাদ! এক স্লাইস পৃথিবী দূরে,
সোনার রজ্জুতে
বাঁধা একজন ত্রিশঙ্কু। কিন্তু আমি প্রধান কবিতা
পেয়ে গেছি প্রথমেই, ৯, ৮, ৭, ৬, ৫…থেকে ক্রমশ শূন্যে
এসে স্তব্ধ অসময়, উলটোদিকে ফিরে গিয়ে এই সেই মহাশূন্য,
সহস্র সূর্যের বিস্ফোরণের সামনে দাঁড়িয়ে ওপেনহাইমার
প্রথম এই বিপরীত অঙ্ক গুনেছিল ভগবৎ গীতা আউড়িয়ে?
কেউ শূন্যে ওঠে কেউ শূন্যে নামে, এই প্রথম আমার মৃত্যু
ও অমরত্বের ভয় কেটে যায়, আমি হেসে বন্দনা করি :
ওঁ শান্তি! হে বিপরীত সাম্প্রতিক গণিতের বীজ
তুমি ধন্য, তুমি ইয়ার্কি, অজ্ঞান হবার আগে তুমি সশব্দ
অভ্যুত্থান, তুমি নেশা, তুমি নীরা, তুমিই আমার ব্যক্তিগত
পাপমুক্তি। আমি আজ পৃথিবীর উদ্ধারের যোগ্য

Thursday, September 12, 2013

ভুল .....................মোঃ নুরুন্নাবী

মতিঝিল ইত্তেফাক মোড়ের পাশে দোতলা বাসাটি শ্রুতিদের । শ্রুতির বাবা একজন সরকারী চাকরিজীবী । চাকরির সুবাদেই এই বাসাটি পেয়েছে শ্রুতির বাবা । শ্রুতিদের সংসারে লোক সংখ্যা ৩ জন কিন্তু দোতলা বাড়ীতে মোট রুম সংখ্যা ৬ টি । শ্রুতিরা থাকে নীচ তলায় । উপরের তলা ভারা দেয় তার বাবা । শুক্রবারে বাড়ীতে সদস্য সংখ্যা একজন বাড়ে সে হল শ্রুতির মামা । গ্রামের বাড়ীতে না গেলে শ্রুতিদের বাড়ীতে আসে । শ্রুতির সম বয়সী এক্তা ছেলে আসে শ্রুতির মামার গ্রামের ইস্কুলে পড়াশোনা করে  নাম মিসুক ।

মিসুক ক্লাস ৫ পর্যন্ত গ্রামে পড়াশোনা করেছে । সে ছাত্র হিসেবে খুব ভাল । ক্লাস ৫ এ বৃত্তি পেয়েছে । মামা ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তার পরিবার সহ ঢাকা চলে আসে উঠে শ্রুতিদের উপরের তলায় । শ্রুতি অ মিসুকের মধ্যে দারুণ ভাব সব সময় একসাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে রাতে ঘুমনোর আগ পর্যন্ত । শ্রুতি অ মিসুক একই ইস্কুলে ভর্তি হয় তাদের পরীক্ষার ফলাফলে কেউ প্রথম কেউ দ্বিতীয় হয় । শ্রুতিদের বাসার সামনে একটু ছোট জায়গা আসে যেখানে একটি কৃষ্ণচূড়া গাছ আছে । ফেব্রুয়ারি মাসে এ গাছটা ফুলে ফুলে ভরে উঠে দেখতে অসম্ভব সুন্দর লাগে । শ্রুতির মা মুরগী পালে বাড়ীর খালি জায়গায় । শ্রুতির প্রতিদিনের অভ্যাস সকালে উঠেই মুরগী দিম পেরেছে কি না । মিসুক আসার পর মিশুকও ওর সাথে প্রতিযোগিতা করে সকালে উঠে দিম খোঁজার জন্য । একদিন মিসুক মুরগী ডিম পেরেছে কি না দেখতে গিয়ে পচা দুটো ডিম রেখে আসে । শ্রুতি যথারীতি ডিম নিয়ে এসে ডিম ভাজার জন্য ফাটিয়েছে তখনি ডিমের পচা গন্ধে ঘর আল হয়ে গেছে । শ্রুতি তখনি উপর তলায় গিয়ে মিসুকের পিথে ৮-১০ টা কিল বসিয়ে ফিরে আসে । ওদের এসব কাণ্ড দেখে মা বাবা মামা মামি সবাই হাসা হাসি করে । একদিন কি মনে করে যেন মিসুক নিচতলায় এসেছে ঠিক তখনি শ্রুতি গোসল করে নগ্ন অবস্থায় বাইরে এসেছে । মিশুককে দেখে শ্রুতি জোরে একটা চিৎকার দিয়ে ঘরে চলে গেছে আর মিশুকও লজ্জায় উপর তলায় চলে গেছে । এরপর প্রায় সপ্তা খানেক শ্রুতি অ মিসুকের কথা বলা বন্ধ এমনকি সামনাসামনি পরলেও লজ্জায় লাল হয়ে যায় দুজনি ।

শ্রুতি ও মিসুক দুজনি এস এস ছি পরীক্ষায় এ+ পেয়ে উত্তীর্ণ হয়েছে ।  এস এস ছি পরীক্ষা পর্যন্ত তারা একই ইস্কুলে পড়েছে । এখন তাদের ভিন্ন কলেজে ভর্তি হয়েছে । মিসুক নটরডেম কলেজে আর শ্রুতি আইডিয়াল কলেজে । বাসার সবাই মিলে মাঝে মাঝে আড্ডা দেয় বাসার ছাদে । দুজনের এস এস ছি পরীক্ষার পর যে অবসর সময় ছিল বাসার প্রতিদিন না হলেও শ্রুতি অ মিসুক নিয়মিত আড্ডা দিত । এই সময়ে তাদের ভিতরকার যে বন্ধুত্ব সেটা ভালবাসার দিকে আগায় যদিও কেউ কাও কে কখনও বলেনি মুখে । শ্রুতির স্বভাবে যেমন পরিবর্তন এসেছে, পরিবর্তন এসেছে তার দেহে । মিশুকেরও তাই । শ্রুতি এখন দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে তার চুল হয়েছে কোমর পর্যন্ত, চিকন তার শরীরের গড়ন, মুখের দিকে তাকালে চোখ ফেরানো যায় না । মিসুক আর আগের মত লিকলিকে দেহী নয়, তার সাস্থের উন্নতি হয়েছে ,আরও বেশি বুদ্ধিমান হয়েছে । তারা মাঝে মাঝে দুজনে একসাথে তারা দেখে তখন দুজন কাছে আসতে চায় কিন্তু পারে না ।

মিসুক ঘুমিয়ে আছে দোতলায় তার নিজের ঘরে । হঠাৎ শ্রুতি আসলো তার ঘরে , শ্রুতির একা ঘুম আসছিলো না । শ্রুতি মিসুকের পাসে শুয়ে পড়ল । মিসুক শ্রুতিকে জ্বরিয়ে ধরল , শ্রুতি কোন শব্দ করল না নিঃশব্দে মিশে গেল মিসুকের বুকের সাথে । তারপর দুজন দুজনকে সমর্পণ করলো একে অন্যকে । তারা যেন এখন এক আত্মা, এক দেহ । হঠাৎ চোখ মেলল সে ভাবল সে স্বপ্ন দেখেছে । মিসুক পাসে ফিরে তাকাল দেখল শ্রুতি তার পাসে শুয়ে আছে । মিসুক নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এটা স্বপ্ন না সত্যি । সে নিজের গায়ে চিমটি কাটল সে বাথ্যাও পেল মানে স সত্যি । এরপর সে শ্রুতিকে ডাকল শ্রুতি ঘুম থেকে জেগে সেও অবাক হল । কিন্তু কিছু না বলে কাপড় ঠিক করে নিচে চলে গেল । এ ঘটনার পর শ্রুতি ও মিসুকের মধ্যেকার সম্পর্ক আরও বেশি গভীর হল।

মিশুককে ছাদে নিয়ে এসেছে শ্রুতি এক্তা কথা বলার জন্য । কথাটা শ্রুতি বলতে গিয়ে কেন যেন বলতে পারছিলো না । অবশেষে বলল," সে সন্তান সম্ভাবা ।" কথাটা শোনার পর মিসুকের মাথার উপর যেন আকাশ ভেঙ্গে পড়ল । মুহূর্তের মধ্যে তার মাথা খালি হয়ে গেল । সে দপাস করে ছাদের উপর বসে পড়ল । মিসুক ও শ্রুতি দুজনেই কেবল কলেজে উঠেছে ,এ সময় তার সন্তান শ্রুতির পেটে । এখন সে কি করবে ,সে তো মা বাবা ত দুরের কথা কাও কে বলতে পর্যন্ত পারবে না । মুসুক শ্রুতির দিকে তাকাল তার মুখটা কাল চোখের নিচে কালি পরে গেছে মনে হয় কয়েক দিন ঘুম হয় না  শ্রুতির । মিসুক এখন কি করবে সে কি গোপনে শ্রুতিকে বিয়ে করবে আর যদি বিয়েও করে তাহলেও ত সমাধান হচ্ছেনা কারন সে এখন বাবা হতে পারবে না  পারবে না শ্রুতি মা হতে করন তার কোন আয় রোজগার নাই ।সে বিয়ে করলে খাওয়াবে কি ? মিসুক ও শ্রুতির বাবা মার কেউ মেনে নিবে না । মিসুক আবার তাকায় শ্রুতির পেটের দিকে সে বুঝতে চায় শ্রুতি যে সন্তান সম্ভাবা সেটা বুঝা যায় না কিন্তু কয়েক দিন পরি তো বঝা যাবে । পাড়ার লোকে শ্রুতিকে নানা কথা বলবে এসব সহ্য করতে না পেরে হয়তো শ্রুতি গলায় দড়ি দিবে না হয় বিষ খাবে । না সে আর চিন্তা করতে পারছে না । মিসুক শ্রুতিকে চিন্তা করতে বাড়ন করে নিচে যেতে বলে । শ্রুতি চলে যায় কিন্তু হাজার মণের বোঝা যেন চাপিয়ে দিয়ে যায় ।

মিসুক ১০ হাজার টাকা যোগাড় করেছে । শ্রুতির পেটে তার অনাগত সন্তানের মৃত্যু নিস্তিত করতে । শ্রুতি ও মিসুক রিক্ত হস্তে বাড়ী ফিরল । মিসুক সেদিন সারা রাত কেঁদেছকে , কেঁদেছে শ্রুতিও । চোখের পাতা এক করতে পারেনি দুজনের কেউই ।

শ্রুতির জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে । মিসুক প্রতিদিনি তাই দেখছে তার কিছু করার নেই । মিসুক ও শ্রুতি আগের মত ছাদে আড্ডা দেয় না কথা বলে খুব কম। তারা যেন দিন দিন দূরে সরে যাচ্ছে । সেই দূরত্ব আরও বাড়িয়ে দিল শ্রুতির বিয়ে হয়ে । শ্রুতি তার বিয়েতে অমত করে নি কারন তার সাথে মিসুকের বিয়ে কোন ভাবেই সম্ভব নয় । সে এও জানে মিসুক ছাড়া অন্য কওকে সে পরিপূর্ণ ভাবে ভালবাসতে পারবে না । বিয়ের কয়েক দিন আগে থেকে মিসুকের সাথে শ্রুতির কথাত দুরের কথা দেখা পর্যন্ত হয় নি । বিয়ের আগের দিন রাতে শ্রুতি ছাদে যায় সেখানেই দেখা হয় মিসুকের সাথে। সে মিসুকের কাঁধে, মিসুক ফিরে তাকায় । মিসুকের চোখ ফোলা এখন চোখের কোনায় জল আছে । শ্রুতি মিশুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে , কাঁদে মিশুকও । অনেক্ষন পর কান্না থামে শ্রুতি মিসুকের ঠোঁটে একটা চুম্বন একে চলে যায় ।

শ্রুতির সাথে বছর দশেকের উপর দেখা নেই । মিসুক চায় না শ্রুতির সাথে দেখা হোক । মিসুক শুনেছে শ্রুতির স্বামী খুব ভাল মানুষ যদিও শ্রুতির কোন সন্তান হয়নি তবুও স্বামী তাকে ত্যাগ করে নি বরং শ্রুতিকে এ কথা কখনও মনে করতে দেয় না । শ্রুতির স্বামী তাকে অনেক বার যেতে বলেছে বাড়ীতে কিন্তু সে কখনও জায় নি । মিসুক এখন প্রথম স্রেনির সরকারি কর্মকর্তা । তার বিয়ের বয়েস পার হয়ে গেছে অনেক আগেই মা বাবা বিয়ের কথা বলতে বলতে অবশেষে কিছু করতে না পেরে তারা চলে গেছে গ্রামের বাড়ীতে । মিসুকের অফিস বাদে অন্য সময় সে কমলাপুরের পথ শিশুদের শিক্ষা দান করে । সে তার বেতনের টাকা দিয়ে কাপড় চোপর কিনে দেয় তাদের । এদের মধ্যে একটা মেয়েকে তার খুব ভাল লাগে যার বয়স ৯ বছর । সে এই মেয়েকে দেখে আর ভাবে তার সন্তানটি হয়ত এর চেয়ে বড় হত । মিসুক এসব পথ শিশুদের মাঝে খুঁজে পায় তার সন্তানের ছায়া ।

উৎসর্গ ঃ
আমার প্রাথমিক বিদ্যালয়ের সবচেয়ে প্রিয় শিক্ষিকা সপ্না ।

Wednesday, September 11, 2013

পরিপূরক ........................মোঃ নুরুন্নাবী

বাড়িতে হাজার হাজার রঙিন বাতি জ্বলছে ও নিভছে । বাড়িটা লোকে লোকারন্ন , আজ শুভর বিয়ে ।মেয়েকে শুভ এখন দেখেনি । বর্তমান সময়ে এরকম দেখা না গেলেও শুভ একটু আলাদা । শুভ ও ওর স্ত্রী শাহানা বহন কারি গাড়ি বাড়িতে প্রবেশ করতেই সবার ভিতর চাঞ্চল্য দেখা দিয়েছ , সবাই বউ দেখার জন্য অস্থির হয়ে গেসে। শুভর স্ত্রী শাহানাকে শুভর রুমে নিয়ে যাওয়া হল । সবারই শাহানাকে দেখতে আসছে, সবার দেখা শেষ করতে করতে রাত ১ টা বেজে গেল । শুভ ঘরে প্রবেশ করল শাহানা তার ভারি গহনা অ শাড়ি কাপড় ছেঁড়ে হাত মুখ ধুয়ে আসল। যেহেতু শুভ ও শাহানা কেউ কাওকে দেখেনি তাই তাদের পরিচয় ও কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেসে জানে না।
সকাল ৬ টায় শুভ ২ কাপ কফি মগ নিয়ে রুমে প্রবেশ করল । শাহানাকে ঘুম থেকে জাগালো শুভ , শাহানা হাত মুখ ধুয়ে আসলে শাহানার হাতে কফি মগ দেয় শুভ । কফি মগ দেখেই অবাক হয় শাহানা কারন কফির উপরের অংশে সুন্দর পাতা আঁকা ও কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে। দুজনে কফি খেয়ে নিচে নেমে সবার সাথে নাস্তা করতে বসল । আত্মীয় স্বজন সবার সাথে কথা অ পরিচয় হতে হতে সাড়া দিন চলে গেল শাহানার ।
রাত ১২ টা শুভ ঘুম থেকে উঠে শাহানাকে জাগালো । শাহানা শুভকে বলল,"কি বাপার!"
শুভ বলল," তাড়াতাড়ি তৈরি হও আমরা বাইরে যাবো ।"
" বাইরে কথায়?"
"এত কথা না বলে তৈরি হও আমি গাড়ি বের করছি। "
শাহানা সবুজ রঙের টাঙ্গাইলের তাতের শাড়ি পড়ে নিচে নামল। শাহানাকে দেখতে অসম্ভব রকম সুন্দর লাগছে কিছুক্ষণ শুভ শাহানার দিকে তাকিয়ে রইল এতে শাহানা লজ্জায় লাল হয়ে গেল । শুভ গাড়ীর দরজা খুলে দিলো । গাড়ি চলছে অজানা গন্তবে ।
গাড়ীর কাচ দুটো নামানো বাইরে থেকে হিহি করে বাতাস ডুকছে । ঢাকার রাতের শহর শুভ অনেকবারই দেখেছে কিন্তু আজ যেন অন্যরকম লাগছে । আসে পাসের সব কিছুই ভাল লাগছে । রাতের ঢাকা থাকে নিরব মাঝে মাঝে মালবাহী ট্রাকের শব্দে সেই নীরবতা ভাঙ্গে । শুভদের গাড়ি ঢাকা পার হয়ে আশুলিয়ার দিকে যাচ্ছে । শাহানা গাড়ীর জানালা দিয়ে মাথা বের করে বাইরের দৃশ্য দেখছে । বাইরের বাতাস শাহানার পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট বাতাস মনে হচ্ছে । শুভ আশুলিয়া এসে গাড়ী থামাল । দুই পাশে থই থই পানি এখন শরৎকাল হওয়ায় পানি খুব পরিষ্কার লাগছে মনে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে । শুভ ও শাহানা রাস্তার পাসে ঘাসের উপর বসল । তাদের কাছে ঘাসকে ঘাস মনে হচ্ছিলনা মনে হচ্ছিল নরম কার্পেট । শুভ শাহানার একটা হাত নিজের হাতের উপর রেখে শাহানার দিকে তাকাল চাঁদের আলোতে যেন শাহানার মুখ জ্বলজ্বল করছিলো । শুভ মনেমনে ভাবে শাহানাকে না দেখে বিয়ে করাটা সবচেয়ে ভাল হয়েছে , করণ সে শাহানাকে জীবনের শেষ দিন পর্যন্ত নতুন ভাবে আবিস্কার করবে বারবার তাকে নতুন মনে হবে পুরনো হওয়ার আগেই হয়ত ইহলোক ত্যাগ করবে ।
শাহানার চোখে মুখে হাসি ফুটে উঠেছে তার কাছে মনে হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দর সময় পার করছে । শাহানা শুভর ঘারে মাথা রেখে আকাশ দেখছে । আজ মনে হয় তাদের জন্যই আকাশটা এত সুন্দর করে সেজেছে । আকাশে বিন্দু মাত্র মেঘ নেই সেই মেঘহীন আকাশের বুকে এক ফালি চাঁদ আর বেশি ভাল লাগছে । ফজরের আজানের সুমধুর ধ্বনি তাদের কানে আসছে । আর কিছুক্ষণ পর সকাল হবে শুভ ও শাহানা বাড়ী ফিরে আসার জন্য রওনা দিলো ।

বাবা মা  ও দাদু আজ গ্রামের বাড়ী চলে যাচ্ছে শুভর। বাড়ী পুরো ফাঁকা হয়ে গেল । শাহানা একজন এমবিবিএস ডাঃ আর শুভ রিয়েল এস্টেট কোম্পানির মালিক । শুরু হল তাদের বাস্ত জীবন তারা বাস্ত থাকলেও নিজেদের জন্য নিদিষ্ট সময় কখন কাওকে দিত না । শুভ সেই বিয়ের প্রথম দিন শাহানার আগে উঠতে পেরেছিল । ঘুম ভাংগার সাথে সাথে শাহানা শুওর জন্য এক কাপ কফি দেয় আর শুভ দ্রুত গিয়ে শাহানার জন্য কফি বানিয়ে আনে । দুজনে কফি খেয়ে নাস্তা করে যার যার কর্মক্ষেত্রে যায় । প্রতিদিনই এভাবে কাটে তাদের কিন্তু শুক্রবার একটু আলাদা । সাধারণত রান্নার দায়িত্ব থাকে শাহানার উপর কিন্তু এই দিন শুভ বিভিন্ন মজার খাবার তৈরি করে যা সে শিখেছে তার মায়ের কাছ থেকে । প্রতিটা শুক্রবারই তাদের জন্য ঈদের মত ।

শাহানা ও শুভ প্রায়ই সুযোগ পেলে গ্রামে বেড়াতে যায় । গ্রামের বাড়ীতে শুভদের আধা পাকা দুটি ঘর আছে একটি শুভর বাবা মার অন্যটি শুভর । শুভ ও শাহানার ঘরটা সুন্দর করে সাজানো ঘরের এক কোণায় থরে থরে সাজানো বুক সেলফ অন্য পাসে একটা খাট পাসে একটা পড়ার টেবিল । শুভর মাছ ধরার প্রচণ্ড নেশা এজন্য তার ঘরে কয়েক ডজন মাছ ধরার সিপ আছে । শুভর রাত্রে চাঁদ দেখার খুব শখ তাই সে ঘরের চালের একটা অংশ কাচ বিয়ে তৈরি করেছে যাতে সে শুয়ে থেকেও চাঁদ দেখতে পারে । তাদের বাড়ীটা বেশ বড় তাদের খাবারের জন্য প্রয়োজনীয় সবজি আসে তাদের বাড়ীর আগিনা থেকে । তাদের একটা পুকুর যেখানে গোসল করার জন্য শানবাঁধানো ঘাট আছে । তার বাবা পুকুরে কার্প জাতিও মাছ  ও কচ্ছপ চাষ করে । পুকুরের চার পাসে নারকেল গাছের সারি । বিকেলে বসার জন্য শুভ দুটি বেঞ্চ তৈরি করেছে । শুভ ও শাহানা বাড়ীতে গেলে দুজনে সিপ দিয়ে মাছ ধরে পুকুরে । সারারাত মাছ ধরাতে দুজনেই ভীষণ রকম আনন্দ পায় । তাদের এ রাতে মাছ ধরার কথা বাড়ীর কেউ জানতোনা । চুপিচুপি মাছ ধরে বালতিতে জিইয়ে রাখত । সকালে উঠে সবাই অবাক হত । একদিন দাদুত প্রায় ভয় পেয়ে গিয়ে ছিল তাদের দেখে । পরে দাদু বলে,"দুই নায়ক নায়িকা মিলা মাছ ধরা হচ্ছে আমাকে না জানিয়ে!"
শুভ ও শাহানা বললাম ,"ভুল হয়ে গেসে । মাফ করে দাও ।"
"যা দিলাম মাফ করে । আমি যাই ।" বলে দাদু চলে গেল ।

আজ শুভ ও শাহানার জীবনের সবচেয়ে দুঃখের দিন । গ্রামে গেলে যার কোরআন তেলাওয়াত এর শব্দে ঘুম ভাঙ্গত । যেই পছন্দ করে শাহানাকে শুভর বউ হিসেবে ঠিক করেছে সেই দাদু আজ ইহলোক ত্যাগ করেছে ।শুভ সব সময়ই বাস্তববাদী সে বিশ্বাস করে" যখন একজন মানুষের প্রয়োজন ফুরিয়ে যায় তখন সে ইহলোক ত্যাগ করে পারি জমায় না ফেরার দেশে"। কিন্তু আজকে তাকে এ চরম সত্য সান্তনা দিতে পারছেনা সে কাঁদছে অঝর ধারে কাঁদছে সাথে শাহানাও কাঁদছে। দাদু প্রায়ই বলত ,"একা কবরে থাকতে তোর দাদুর খুব কষ্ট হচ্ছে যে আমাকে ছাড়া কখনও বাপের বারি একা থাকেনি সে এখন একা শুয়ে আছে আমাকে ছাড়া "। আরও বলত মরণের পর তোর দাদির পাসে কবর দিস "। এসব কথা শুনলে শুভর খুব কষ্ট লাগতো । দাদু কত শাহানাকে নিয়ে মজা করত । একদিন বাড়ীতে গেলে দাদু বলল," শাহানা আজকে আমার সাথে গল্প করবে তুই গিয়া ঘুমা ।"
শুভ বাদ্য ছেলের মত চলে আসলো ও এসে শুয়ে পড়ল কিন্তু ঘুম আসছে না । একবার এ পাস গোড়ে আবার অন্ন পাস । শেষে দাদুর ঘরে গিয়ে শাহানাকে নিতে যায় ।দাদুত দেখে হেসেই খুন । শাহানাও বুজল তাকে ছাড়া শুভ থাকতে পারবেনা এক মুহূর্ত । এর পর থেকে আল্লাহ্‌ এর কাছে একটাই প্রার্থনা করত যাতে তাদের এক সাথে মৃত্যু হয় ।

শুভ ও শাহানার বয়স বেড়েছে মাথার কালো চুল সাদা হয়েছে ,শরীরের চামড়া কুচকে গেসে ।তারা এখন থাকে গ্রামের বাড়ীতে । তাদের দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে ।মেয়েটা মায়ের মত ডাঃ হয়েছে তবে মায়ের চেয়ে অনেক বড় দেশ বিদেশে যার সুনাম আর ছেলে আর্মি মেজর । ছেলে মেয়ে দুজনি খুব ব্যাস্ত কিন্তু তারা বাবা মাকে কখন ভোলে না ।ছেলে একটা ছেলে ও মেয়ের একটা মেয়ে আছে ।যখন তারা বেড়াতে আসে তখন দাদু দাদি করতে করতে অস্থির হয়ে যায় ।তারা শুভ ও শাহানার সিপ নিয়ে মাছ ধরতে যায় আর মাছ ধরতে পারলে কি যে আনন্দিত হয় তা বলার বাইরে ।আর এটা দেখে শুভর চোখের কোণায় জল চলে আসে । সে শুধু আল্লাহ্‌র কাছে সুক্রিয়া করে ।

শুভ ও শাহানা এখন বাইরে বসে আকাশের চাঁদ দেখে আর চিন্তা কবে যেন শেষ হয়ে যায় এই চাঁদ দেখা । এখন শুভ প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে । যখন নাতি নাতনী বাড়ীতে দুই পাসে বসে কোরআন তেলাওয়াত শোনে । এ দৃশ্য দেখে শুভর চোখে জল চলে আসে পরে দুজনকে জড়িয়ে ধরে ।

ছেলে ও মেয়ে দুজনেই এসেছে বেড়াতে সাথে ছেলের বউ ,মেয়ের জামাই ও নাতি পুতি । বাড়ীতে একটা উৎসব উৎসব ভাব সবাই মিলে অনেকদিন পর একসাথে রাতের খাবার খেলো এরপর সবাই মিলে উঠানে বসে চাঁদ দেখল ।এর পর সবাই যার ঘরে গেল ।
মাঝ রাতে শুভ ও শাহানা তাহাজ্জতের নামাজ পড়ল এর পর আবার শুয়ে পড়ল । পুব আকাশে সূর্য উঠছে আস্তে আস্তে সূর্যের তেজ বাড়ছে সাথে সাথে বাড়ীতে মানুষের সংখ্যা বাড়ছে। চারপাশে কান্নার রোল পরে গেসে ছেলে মেয়ের কান্না দেখে গ্রাম বাসিও চোখের জল ধরে রাখতে পারছে না ।সবাই কাঁদছে,সবাই কাঁদছে ।


উৎসর্গ ঃ
আমি যাকে এ গল্পটা উৎসর্গ করছি জানি সে এই গল্প পড়া ত দুরের কথা জানবেও না , সে মানুষটি আমার দাদা ।

Sunday, September 8, 2013

৩০ সেকেন্ড .....................মোঃ নুরুন্নাবী

সকালে মায়ের সাথে রাগারাগি করে বের হয়েছি। মা পিছন থেকে অনেক বার নাস্তা করে যেতে বললেও না করেই বের হয়েছি। ছোট্ট একটা জিনিস নিয়ে শুধুশুধু মন খারাপ করে বের হয়েছি। মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে অনুতাপ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যেতে আজও দেড়ি হবে বাস পাচ্ছি না অনেক কষ্ট করে গেলাম কিন্তু গিয়ে শুনি প্রথম দুটি ক্লাস হবে না। মেজাজ আর খারাপ হয়ে গেলো । সময় কাটানোর জন্য ক্যান্টিনে যেতেই শোভার সাথে দেখা যাকে আমি পছন্দ করি কিন্তু বলতে পারি না। অনেক বার চেষ্টা করেও ব্যর্থ। কি আর করার দূর থেকেই দেখি। আজ কেন জানি আরেকবার চেষ্টা করতে ইচ্ছা করছে। মনের ভিতর দ্বিধা কাজ করছে। অনেকক্ষণ চিন্তা করার পর খেয়াল করলাম শোভা ক্যান্টিন বের হচ্ছে নিজের অজান্তেই ওর পিছু নিলাম। কিছুদূর যাওয়ার পর ডাক দিলাম। শোভা পিছনে তাকাল দেখল আমি এর পর সমানে এগিয়ে আসল। যখন ও সামনে এসে দাঁড়াল আমার বুকের ভিতর কেমন জানি ফাঁকা হয়ে গেলো আমি যেন একটা মূর্তি যার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই,নেই নড়াচড়া করার ক্ষমতা সে শুধু দাঁড়িয়ে থাকে। কয়েক মিনিট পর সম্মতি ফিরল এর মাঝে কয়েক বার ডেকে উত্তর না পেয়ে শোভা চলে গেছে। এরপর আমি ক্লাস এ গেলাম কিন্তু আমি এখনও স্বাভাবিক হচ্ছেনা স্যার পড়াচ্ছেন কিন্তু সব মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেক কষ্টে ক্লাস শেষ করে বের হতেই আবার শোভার সাথে দেখা। ডাক দিয়ে জিজ্ঞেস করল" কথা বললেন না কেন তখন?"
আমি অপ্রস্তুত ভাবে বল্লাম"না মানে....................."
"না মানে কি?"
আমি কেমন যেন হয়ে গেলাম বুকের ভিতর কার হার্ট বিট শুনতে পাচ্ছিলাম। অনেক কষ্টে একটু শান্ত হয়ে বল্লাম,"চল না বসি!"
"ঠিক আছে"
আমি অ শোভা নিচ তলার সিঁড়ির উপর বস্লাম। অনেক্ষন চুপ থাকার পর আমি শোভার দিকে তাকালাম দেখলাম এতো সুন্দর অ সহজ মানুষ তার দরকার। কোত্থেকে যেন অনেক সাহস আসছিল। আমি শোভাকে বল্লাম,"আমি অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলতে চাচ্ছি কিন্তু বলতে পারছিনা,আজ মনে হয় বলা উচিত;আমি তোমাকে ভালবাসি। তোমাকে এখনি বলতে হবে না উত্তর,তুমি চিন্তা করে জানিও।"
এক নিঃশ্বাসে কথা বলার পর দেখলাম আমি গামছি। শোভা অর ব্যাগ থেকে টিস্যু বের করে বলল" ঘাম মছেন।"
এরপর বলল "আমি রাজি।"
আমি বললাম "তোমাকে চিন্তা করে বলতে বললাম কারন আমি প্রেম করলে সে মানুস ছাড়া অন্য কাওকে বিয়ে করবনা।"
মুচকি হেসে শোভা বল্ল"কি দেবদাস হবেন!"
আর কিছুক্ষণ হেসে বলল" আমি চিন্তা করেছি তো। যে দিন থেকে আপনি আমার পিছনে সেদিন থেকে।"
আমার ভিতর কেমন যেন সুখের বন্যা বয়ে গেল। আমি সাথে সাথে ওকে চুম্বন করতে গেলাম কিন্তু ও বাধা দিলো বল্ল"আরেক দিন"
আমি ও শোভা আরও কিছুক্ষণ কথা বলে ওকে হোস্টেলে রেখে আসলাম।আমি আনন্দ নিয়ে বাসায় ফিরছি। আমি আমার মাথায় হাত দিতেই দেখলাম আমার হাত ভেজা লাগছে। হাত সামনে আনতেই দেখলাম আমার হাত রক্তে লাল হয়ে গেছে, নড়াচড়া করতে পারছিনা। আমার চারপাশে অনেক মানুষ। আমার চোখ দুটো কেমন যেন বন্ধ হয়ে আসচে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যদিও কয়েক মিনিট পূর্বেও আমি বাসের উঠার জন অস্থির প্রতিযোগিতা করছিলাম। আমি আর চিন্তা করতে পারছিনা খুব বাঁচতে ইচ্ছা করছে মাকে ছরি বলতে। আমি মনে হয় আটাই শেষ নিঃশ্বাস নিলাম।

Monday, May 6, 2013

২৩১৭ বছর...............নুরুন্নাবী

এখন পৃথিবীর লোক সংখ্যা ১ কোটি। মানুষ গুলো তিনটি ভাগে বিভক্ত।  ১ম,২য় ও ৩য় শ্রেণি। ৩য় শ্রেণীর মানুষ শ্রমিক তাদের জীবন অতিবাহিত হয় কাজ করতে করতে। তারা বিয়ে করতে পারে না। তাদের জন্য প্রতিটি কাজই র্নিধারিত তারা এর ব্যতিক্রম করতে পারে না। তাদের তত্তাবদানের জন্য আসে কর্মি রোবট। তারা বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য তৈরি করে যা ব্যবহার করে ২য় শ্রেণীর মানুস। মানুষ এসময় খাবারের উপর নির্ভরশীল নয়। তাদের জন্য একপ্রকার শেওলা থেকে খাবার তৈরি করা হয় যা ইনজেকশনের মাদ্যমে মানুষের শরীরে দিনে একবার পুষ করা হয়। যা সারা দিনের শক্তি যোগায়। ৩য় শ্রেণীর মানুষের মধ্যে যাদের মধ্যে বিশেষ কোন গুন খুজে পাওয়া যায় তাদের ১ম শ্রেণীর মানুষ নিয়ে যায়। যারা অধিক পরিশ্রমী তারা ২য় শ্রেণীতে যেতে পারে। ৩য় শ্রেণীর লোকজন দিনে ১৮ ঘণ্টা কাজ করে। তাদের অনেক নিয়ম মেনে চলতে হয়। সকাল ৫ টায় ঘুম থেকে উঠে মর্নিং ওয়াল্ক করে  ইনজেকশন নিতে হয় এর পর কাজে যেতে হয়। এভাবেই তাদের জীবন অতিবাহিত হয়। তারা মাসে ৪ দিন পতিতালয়ে যেতে পারে। তাদের মিলনে যদি নতুন কোন মানুষ পৃথিবীতে আসে তারাও ৩য় শ্রেণীর সদস্য হয়।

২য় শ্রেণীর লোকজন দিনে ৬-৭ ঘণ্টা কাজ করে। তাদের বিয়ে করার অধিকার আসে। তাদের বিনোদনের জন্য বিভিন্ন ব্যবস্থা আসে। আর ১ম শ্রেণীর লোকজন হল বর্তমান পৃথিবীর শাসন কর্তা। ১ম শ্রেণীর মোট লোক সংখা ২৩ জন যারা প্রতেকেই বিজ্ঞানী। ২২০০ সালে যখন পৃথিবীতে পারমানবিক অস্রের যুদ্ধ হয় তখন তারা ১৯-২৩ বছরের যুবক। এ যুদ্ধ এর ফলে পৃথিবীর জনসংখ্যার ৩ ভাগের ২ ভাগ মানুষ মারা যায়। যারা বেঁচে ছিল তাদের বেশির ভাগ মানুষ মারা যায় যুদ্ধ পরবর্তী দূষণ ও পানি শূন্যতার কারনে। ভাগ্যের জোরে যারা বেঁচে ছিল তাদের নিয়ে নতুন আক পৃথিবী ঘরে তলে তারা। আগের বিজ্ঞান অ প্রযুক্তির উন্নতির সাথে তারা নতুন নতুন প্রযুক্তি যুক্ত করে তারা মানুষকে নতুন আক পৃথিবী উপহার দেয়। পুরো পৃথিবী CRS নামে এক কম্পিউটার নিয়ন্ত্রণ করছে। তারা পূর্বের পৃথিবীর অবিজ্ঞতা কাজে লাগিয়ে তিনটি শ্রেণীতে বিভক্ত করে পৃথিবী পরি চালনা করছে। যাতে মানুষ এক শ্রেণীতে যাওয়ার জন্য কোন অন্যের সাথে জুক্ত না হয়।

১ম শ্রেণীর লোকজন প্রতি বছর ১০ জন সুন্দরী নারী তাদের চাহিদা পুরনের জন্য ১ম ও ২য় শ্রেণীর নারীদের মধ্য থেকে বেছে নেয়। যদি কেউ সন্তান জন্ম দেয় তারা সরাসরি ২য় শ্রেণীর অন্তরভুক্ত হয় আর নারীগণ পতিতাহিসেবে ৩য় শ্রেণীর মানুষদের জন্য বরাদ্দ দেওয়া হয়।

কিছু দিনের মধ্যে একটা যুগান্তকারী  ইনজেকশন আবিষ্কৃত হয় যা মানুষকে অমরত্ব দান করবে। কিন্তু সমস্যা হল এটা ব্যাবহারে পর সন্তান জন্ম দানের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। ১ম শ্রেণীর লোক সংখা ধীরে ধীরে কমছে যা বর্তমান পৃথিবীর জন্য দুসংবাদ। এখন বর্তমান পৃথিবীকে টিকিয়ে রাখতে হয়   অমরত্ব দানকারী  ইনজেকশন ব্যবহার করতে হবে না হয় নিশ্চিত ধ্বংসের দিকে ধাবিত হবে। এ নিয়ে ১ম শ্রেণীর লোকদের মধ্যে উত্থেজনা বিরাজ করছে। এবিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সবাই উপস্তিত হয়ছে  CRS তাদের এর বর্তমান ও ভবিষ্যৎ বর্ণনা করছে। সবাই মনোযোগ দিয়ে শোনার পর অনেকক্ষণ চুপ থেকে একজন প্রস্তাব দিল ভোট করার জন্য। ভোটে  নিশ্চিত ধ্বংসের দিকে ধাবিত হওয়ার পক্ষে রায় হল। কারণ   অমরত্ব মানুষের জীবন কে একঘেয়েমি করে তুলবে এর চেয়ে বর কথা মানুষের বংশ  বৃদ্ধি নষ্ট করবে যার ফলেও মানুষ এর মৃত্য ঘটবে।  সিদ্ধান্ত নেয়া হয়েছে এখন শুধু অপেক্ষা ................................. 

Tuesday, April 30, 2013

উক্তি

কল্পনা
* "কল্পনা জীবন ও জগতকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে" -বার্নাড শ

* "কল্পনা হল আত্মার চক্ষু" -জুবার্ট

* "কল্পনাই সম্ভাবনাকে সম্ভব করে" -এমিলি ডিকিনস

* "যদি আকাশে অট্টালিকা তৈরি করে থাক তা হলে তোমার কাজ ব্যর্থ হয় নি । এখন মাটিতে তার ভিত্তি স্থাপন করো ।" -থরিউ


সুনীল গঙ্গোপাধ্যায়

১) মানুষ এর মন হল সমুদ্রের বালুচর এর মতো ,
কালের ঢেউ এসে সব ধুইয়ে মুছে নিয়ে যায়।

২) সুখ হল শিশির এর বুকে ভোরের নরম আলো ,
 আলো যতক্ষণ ততক্ষণই তার আয়ু।

রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

 * বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়।
---- রবীন্দ্রনাথ ঠাকুর

 * যে মরিতে জানে, সুখের অধিকার তাহারই। যে জয় করে, ভোগ করা তাহাকেই সাজে।
--রবীন্দ্রনাথ ঠাকুর

বুদ্ধিমান হতে হলে...

"বুদ্ধিমানেরা কোনোকিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে । আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে " -হযরত আলী (রাঃ)

মণীষীদের বাণী

ইতর লোকের শেষ অস্ত্র হচ্ছে গালি। - হযরত আলী (রাঃ)

মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। - ডেল কার্নেগী

একটি ভাল বই একজন ভাল বন্ধুর সমান। - ডাঃলুৎফর রহমান

শিক্ষার শেকড় তেঁতো হলেও এর ফল মিষ্টি। - এরিষ্টটল

মানুষ সজাগ সচেতন নয়, কিছুক্ষন পর কি ঘটবে তার জীবনে তা তার জানা নেই, অথচ হাজার বছর বেঁচে থাকার উপায় উপকরণ যোগাড়ে ব্যস্ত। - মহা কবি আল্লামা ইকবাল

চুপ করে থাকুন,ভাল না হোক ক্ষতি হবার সম্ভাবনা নেই।

সেই সত্যিকারের মানুষ যে অন্যের ভুলত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করে।

ভাল লোকের সংস্পর্শে থাকো,তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো সৎ পরামর্শ দিবে। - টমাস ফুলার

বিবাহ ও নারী

*পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে, এইজন্য তো বিবাহ । -রবীন্দ্রনাথ ঠাকুর

*স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। -রবীন্দ্রনাথ ঠাকুর

*মেয়েরা অল্প কারণে কাদতে জানে এবং বিনা কারণে হাসতে পারে, কারণ ব্যতীত কার্য হয় না, জগতের এই কড়া নিয়মটা কেবল পুরুষের পক্ষেই খাটে । -রবীন্দ্রনাথ ঠাকুর

*গরিব লোক যদি ধনী বিয়ে করে তাহলে সে স্ত্রী পায় না, পায় একজন শাসক । -আলেকজেনড্রেডেস

*মন আর ঘড় ভাঙতে স্ত্রীলোক যত পটু, পুরুষ তত নয় । -চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়

* নারী হেসে উঠার আগ পর্যন্ত পৃথিবী ছিল বিষন্ন, বাগান ছিল জঙ্গল আর পুরুষ ছিল সন্ন্যাসী। - ক্যাম্পবল।

*মেয়ে মানুষ চিনেছেন বলে অহংকার করবেন না, কেননা আপনি জানেন না আর একটি মেয়ে আপনাকে কি শিক্ষা দেবে। - জিলেন বাগেন।

*বিয়ে একটি জুয়া খেলা - পুরুষ বাজী রাখে স্বাধীনতা আর নারী বাজী রাখে সুখ। - মাদ সোয়াজেন।

কিছু উক্তি যা অম্লান

ক্রোধ
১) লুকানো ক্রোধই সবচেয়ে বেশি ক্ষতিকর । -সেনেটা

২) মানুষ ক্রোধের বশবর্তী হয়ে যা বলে তা হাল্কা ভাবে গ্রহন করো । -রানী মেরী

মা............

১) যে গৃহে "মা" নেই, স্নেহের শীতল স্পর্শ সে গৃহে নেই । -জন অস্টিন

২) যে গৃহে "মা" নেই, সে গৃহের কোন আকর্ষণ নেই । -হাওয়ার্ড জনসন


কথা

১) বেফাঁস কথা বলার চেয়ে চুপ করে থাকাই শ্রেয়। - জর্জ হাবার্ট

২) কথা বেশি বলাটা গর্বের কিছু নয়, এমন কথা বলা উচিত যাতে বুদ্ধিমত্তার পরিচয়
পাওয়া যায় । -মিচেল ব্রুস

৩) ভাল খবর যে কোন সময় বলা যায়, কিন্তু খারাপ খবর বলতে হয় চিন্তাভাবনা করে। - সিডনি স্মিথ

৪) দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে
লজ্জিত হতে না হয় । -শেখ সাদী (রহঃ)

৫) হ্যাঁ, না, কথা দুটো সবচেয়ে পুরানো এবং সবচেয়ে ছোট অথচ এই কথা দুটো বলতেই
অনেক ভাবতে হয় । -পিথাগোরাস

৬) বেশি খাওয়া এবং বেশি কথা বলা দুটোই ক্ষতিকর। -জন লিলি

৭) কোন মানুষেরই মিথ্যুক হওয়ার মতো পর্যাপ্ত মেধা নেই। - আব্রাহাম লিঙ্কন

৮) একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে, একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর । -এমারসন

ডেল কার্নেগীর উক্তি

* জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবেনা।


ক্ষমা

১)বন্ধুকে ক্ষমা করার চেয়ে শত্রুকে ক্ষমা করা অনেক সহজ । -ডরথি ডিলুজি

২)অন্যকে বার বার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনই ক্ষমা করো না । -সাইরাস

কে কি ছিলেন......

* "আমি আমার বিশ্ববিদ্যালয় এর গণ্ডি পার হতে পারিনি"...... বিল গেটস

* " ছোটবেলাতে আমি জুতা সেলাই করতাম"....... আব্রাহাম লিঙ্কন

* " আমি ফুটবল ট্রেনিং এর টাকার জন্য চা সরবরাহের কাজ করতাম"... লিওনেল মেসি

* "আমি বাস কন্ডাক্টর ছিলাম"...... রজনিকান্ত

* "আমি পেট্রোল পাম্প এ কাজ করতাম"..... আম্বানি "ভারতের আম্বানি গ্রুপ এর

প্রতিষ্ঠাতা"

* আমি ভার্সিটি লাইফে কয়েকটা subject এ ফেল করেছিলাম..আর আমার এক বন্ধু সব

subject এ পাশ করেছিল...সে এখন Microsoft এর Engineer...আর আমি Owner!!

.........বিল গেটস

ভালোবাসা

১) যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে, তখন সে তার জন্য সব কিছু করতে পারে। কেবল তাকে ভালবেসে যেতে পারেনা।
 - অস্কার ওয়াইল্ড

২) জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক।। একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না।। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।
-সেক্সপিয়ার

৩) তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও।যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না।
-রবীন্দ্রনাথ ঠাকুর

৪) আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না ।
-জোসেফ কনরাড

৫) সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না।
-নিমাই ভট্টাচার্য

Tuesday, April 23, 2013

ke ..........nurunnabi

Sobuj saheber jiboner sobce kusir din ajke 14 bocor por tar gor alo kore tar protom sontan jonmo grohon korece.Sobuj saheb strir pase bose tar sontanke dekce.Sontanti dekte tar marmoto sundor hoyce.2din por haspatal theke sobuj saheb o tar stri basay firlo.Sobuj saheb bebsahi manush taka poysar ovab nei sudu ovab cilo akta sontaner ta aj puron holo.Sobuj saheb tar celer nam rakle saiful islam.Saiful dire dire boro hote laglo kintu saiful onno 8-10 ta celemer ceye taratari sob kisu dorte pare.Se class 1 theke 10 porjonto kokhono kono porikkay 100te akti nombor kom oay ni.Ajonno sob sikkhok take ador korto o valobasto.Saifuler cobi akar proti daru jhok cilo.Se jekono cobi ke kub sohoje akte parto.Saiful canvase acor diley jeno cobi hoye jeto.Tar gortacilo dokkhin mukhi,bes boro sajano gor.Je gore sudu saifuler aka cobi konotithe ful lota pata,konotithe pakhi o prokitir cobi akto kintu kikhono manuser cobi aktona.

SSC porikkha samne sobbai jane saiful border modde protom hobe.Saifuler porikkha 15 din age ajob ak somossa holo saiful akta cobi aklo jeta akjon manuser o cobita tar babar dadar.Proti dini sojib saheb celar aka cobi dekhen r mugdo hon amon kono din nai je tini saifuler aka cobi na deke thekecen.Karon keno jani tar celer aka cobi take darun vabe akorson kore.Jodi kokhono bidese jaytaholeo protin skyper madome tini tar celer cobi dekhen.Akta joruri kaje sobuj saheb singapur gesen SSC porikkhar 18 din age.Proti dini tini cobi dekhen kintu ajker cobi dekhe tini obaker ceye jodi besi kisu take tai hoyecen karon tini kokhono tar dadar kotha tar celeke bolen ni karon dada cilen akjon dhakath je protidin manus khun korto.Cobi dehe sojib saheb saiful ke bollen,"baba tumi acobi kothay dekeco?atato amar dadar cobi."
saiful bollo,"ami apnar mostisker sriti theke a cobi akeci ja apnake sob somoy vito kore."
kanik khon cup theke saiful bollo,"baba ini ke?"
"ini amar dada."
"dadake ki voy pay."bolei saiful haste laglo.
Opas theke baba bollo,"acca akon gumaw.pore kotha bolbo."
Se rate sobuj saheber valo gum holo na,kemon jeno osthir osthir lagcilo.porer din sokal bela,
Sobuj saheber kace akta mail aslo."ogo saiful kub osustho tumi tara tari basay cole aso"........tomar stri.

Saifuler gore sudu manuser cobi.Cobite deha jacce koro hath nei karo pa nei abar karo cok nei,koro cobite dekha jacce barite agu doria manus puria mara hocce.Saiful sara rat asob cobi akece.Sadaronoto saiful sokale uthe ful bagane gure pore baba mar sathe aksathe nasta kore kintu aj dupur hoye aleo se nijer gorthe ber holo na kono kabar khelo na,se sudu apon mone cobi akce kew dakle sara dicce na.

Sobuj saheb sondar dike basy firlen.Basay firei saifuler gore gia delo saiful cobi akce.Sobuj saheb koyekta cobi dehe bollen,"asob kar cobi akco?"kono uttor pawa gelo na.Pray tindin tinrath tana cobi ake clanto hoye sue porlo saiful Pase tar ma baba.A 3 din take kono kisu kawnor cesta kora holeo se kono kisu khay ni.Dr. daka holeo Dr. kisu bolte pareni.

Onno diner moto sakale saifuler ghum vanglo se bagane gelo hatthe.Sobi jeno savabik.Sokale baba ma sobar sathe kabar khelo ager 3 diner kotha tar kisui mone nei.Sobuj saheb jeno nijer celeke notun kore fire pelen.Kintu tar mone akta prosno barbra uki dicce keno saiful asob cobi aklo.Sedin sondar somoy saiful hotah bomi kora suru korlo sthe rokto jacce.Sathe sathe sobuj saheb celeke haspatale nia gelen kintu haspataler newar somoyi saiful mara jay.

Er por kethe gese onek bocor sobuj saheb akon briddo lathi cara colte pare na stri goto dui bocor age mara gese.Sobuj saheb tar celer aka cobir rohosso akono uddar korte paren ni.Jodio tar kase mone hoy bidata tar upor protisod niace je onnay tar dada korece tar fol vogrlen tini 0 tar poribar.Bidata hoyto avabei sasti den

Saturday, April 20, 2013

DEHO .......nurunnabi

Sukonna akta super store seals girl hisebe kaj kore.Dekte kub sundor slim body dekle je kew preme porte baddo.Porasona kom bole seals girler cakri kore.Sokal 8ta theke rat 10ta porjonto.Ai cakri korte giaei abirer sathe poricoy.Abir akta privet company te valo akta cakri kore maje maje super store bazar korte asto.Abir protom jedin sukonna ke dekhe bisasi korte pareni je sukonna akjon seals girl.Abir sukonnake dekhar jonno prai asto super store sukonnar sathe kotha boler cesta korto o maje maje vibinno jinis jiges korto.Avabei mas kanek coler por sukonnar o abirer modde valo akta friendshiper somporko gore uthe.Sukonna takto akta mohila hostele,grame baba ma o car vai bin ase.Boro sontan hower karone sukonnake songsare taka dia sahajjo korte hoto.Bocore dui eid cara barite jetona karon barite gelei jowa asa koroc soho onekta cole jeto.Sukonna SSC pass akta maye grame takte onek celei take utokto korece onek biyer prostab asece kintu somossa hoto jowtuk nia.Tar babar samortho natakar karone tar onek gulo bia benge gese.Asob karone tar mama onek kosto kore ai cakrita diece take.

Mas coeker modde sukonna abirer preme pore gelo.Abir preme porar motoi akta cele dekte kub sundor lomba valo cakri kore jekono maye preme porte baddo.Abir o sukonnar modde bondutter somporko valobasay rupantorito hoye gelo.Bonder din abir o sukonna bivinno jaygay gurte jeto.Kub moja korto kintu abir kokhono sukonna akta cumbon porjonto kore ni.

Sukonna o abirer poricoyer akbocor porer kotha
Abir o sukonna tader dekha hower protom borso purti palon korce abirer basay.Dinti cilo brihospotibar sukonna o abir dujonei office theke cutiniace.Er ageo sukonna koyekbar asece abirer basay kintu ajjeno aktu vino vino lagse.Sukonna nijer hathe gorur mangso vuna o khcuri ranna korece.Dujone mile dupure khabar khelo.Sukonnar kase mone holo tar moto sukhi kew nei se hajar vaggo gune arokom akta manus posondo korece.Je manusta aj porjonto tar sathe kono karap acoron kore ni kono kisu korar cesta koreni.Sukonna kawa ses kore cole jete cailo kintu abir bollo,"tumi tomar songsare cole aseco akan theke tumi kotaw jete parbena."
bolei sukonna ke joria dorlo.Sukonna aktu obak hoye bollo"caro amake.Amake basay jete hobe."
Abir sukonnake joria dorei bollo"bolamto ata akon theke tomar songsar amitomake bia korbo tumi kotao jete parbena."
Sukonna keno jeno cup hoye gelo.Sedin r sukonna hostele jayni abirer basaycilo.Sedin rathei protom sukonnake abir cumbon kore o saririk somporko kore.Jodio sukonna onek na kore kintu abir bole"ami tomake bia korbo tumi amake bisas koro ami tomake chara thakte parbona doya kore na korona"
Abirke sukonna onek bojanorcesta kore biaer age se kono somporko korte cayna kintu abirer iccar kase tar kotha tiklona.
Akon abir o sukonna notun flate uthece jodio sukonnake abir bia koreni kintu abir take bow poricoye flat varaniace.

Koyek mas porer kotha,sukonna nijer modde akta notun manuser ostito ter pacce.Abirke jananor por abir kub kusi holo kintu sukonna biaer kotha bolle abir aria jay.Sukonna bujte pare abirer kisu akta hoyece jekarone se take bia korte cacchena.Akon kemon jeno abir ager moto kota bole na,office nia jay na.Hothath akdin office theke ferar pothe abirke dekhe onno ak mayer sathe riksay hat dore bose ace.A drisso dekhar por sukonnar payer nic theke mathi sore jaccilo.Onek koste akta riksha nia basay poclo.Basay ase sukonna gum vanglo colling beler sobde rat tokon barota.Get kule dile abir vitore ase take kub anondito mone hoccilo.Abir o sukonna rater kabar kheye nijer roome gia suaporlo abir sedin sukonna kono kotha jigges korte parlona.15-20din avabei collo.Protidin abir rath kore bari fire sukonna kono prosno jigges korle uttor deyna sukonnar sathe karap acoron kore.Evabei colcilo protidin jogra.Akdin sukonna kub kore abirke bollo"tumi amake bia koro amar pete tomar sontan."
Abir raggannito hoye bollo"ki bolli tui toke bia korbo,are tormoto akjon seals girlke bia korbo ami?kokhono na."
"tahole tumije amake bolecile tumi amke bia korbe amra aksate sontan manus korbe."
"are tore o kotha bolci tore santona dewer jonno."
"tahole amader sontaner ki hobe?"
"tui otake fele de joto taka lage ami dibo cinta koris na."
Sukonna r kono kotha bollo na se sudu nirobe coker pani fello r vorer opekkha korte laglo.Kub vore sukonna basa theke cole gelo sokale baire nasta kore kormostole jog dilo.Sukonna sara rat onek cinta korece tar o sontaner vobissot nia.Onek bar attohottar kota cinta korece kintu monsay deyni.Sukonna siddanto niayce sontanti se rakbe abong sei manus korbe.Sukonna office akjon manuser jonno opekkha korte taklo ses porjonto tar dekha pelo se holo advoket saleha.Cakrir protom din thekei advoket salehar sathe valo akta somporko gore uthece sukonnar.Sukonna advoket salehake sob kotha kule bollo abong bollo"ami amar sontake mnus korte cai.ajono ja lage tai korbo.sudu apni amake sahajjo korun."
"ki sahajjo caw?"
"ami sudu amar sontaner ptri poricoy cai ajono abirke bia korte cai ata jekono upaye,ami tar sathe songsar korbona sudu......."
kadte kadte bollo sukonna.Advoket saleha bollen"dekhi ki kora jay tumi cinta korona."Sukonna abirer sob bonduder bollo sob khotona sobai take sahajjo korar kotha bole.

1mash pore abirer bonura phone dey sukonnake,sukonnake bole"ajkei abirer sathe apner bia hobe apni tik somoy cole asben."
Sukonna advoket saleha ke sathe nia kazi office jay dekhe sekhane sotti sotti abirke nia asece or bondura.5lakh taka denmohor darjo kore sukonnar sathe abirer bia hoy.Kintu sukonna r abir erpor aksathe take ni.3mas pore sukonnar akta chele sontan vumisto hoy abir take nijer sontan bole sikriti dey.Sukonnar sontaner boyes jokhan 4 bocor tokon sukonna abirke talak dey karon se jane abirer sathe tar gor kora hobe na sudu sudu somporko tene nia jawer kono ortho hoy na.

Sukonnar sob sob sopno akon tar sontan gire jodio tar sontanke manus korte gia take onek porissro korte hobe tobuo sukonna korbe korte cay.

Tuesday, April 16, 2013

কালিদাস পণ্ডিতের ধাঁধাঁ - ২

১।
জলেতে জন্ম যার, জলে ঘর বাড়ী
ফকির নহে, ওঝা নহে, মুখেতে দাড়ী।

২।
দিন রাত ছলি ফিরি নাহি মোর অবসর
দিন যায় মাস যায়, যায় চলে বছর।

৩।
চার পায়ে বসি, আট পায়ে চলি
বাঘ নয়, ভালুক নয়, আস্ত মানুষ গিলি।

৪।
আম নয়, জাম নয়, গাছে নাহি ফলে
তবু সবাই তারে ফল নাম বলে।

৫।
হাত নাই, পা নাই, এ কেমন রসিক নাগর
আনায়েসে পার হয় নদী কিংবা সাগর।

৬।
কালো হরিণ থাকে কালো পাহাড়ে
দশ জনে ধরে আনে দুইজনে মারে।

৭।
হাত আছে পা নাই মাথা তার কাটা
আস্ত মানুষ গিলে খায় বুক তার কাটা।

৮।
সাগরে জন্ম, আমরা থাকি সবার ঘরে
পানির পরশ পেলে যাই তবে মরে।

৯।
দুই অক্ষরে নাম আমার, পৃথিবীতে থাকি
শেষের অক্ষর বাদ দিলে সেই নামে ডাকি।

১০।
দিন করি শতেক বিয়ে কাবিন নাহি হয়
ছেলে মেয়ের মালিক আমি কোন কালে নয়।

মজার ধাধা

১।আসাদ সাহেব খুন হয়েছেন। পুলিশ ইনস্পেক্টর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছেন।

১ম সন্দেহভাজন (ভাগিনা) : আমি তখন রাত দশটার সংবাদ দেখছিলাম। সংবাদ মাত্র শুরু হয়েছিল। শিরোণামগুলো দেখাচ্ছিল। চতুর্থ শিরোণামে যখন ক্রিকেটের কথা বলছিল তখন হঠাত আমি একটা চিতকার শুনতে পাই। উঠে গিয়ে দেখি মামা উপুড় হয়ে মাটিতে পড়ে আছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে।

২য় সন্দেহভাজন (ভাতিজা) : আমি তখন গল্পের বই পড়ছিলাম। হুমায়ূন আহমেদের আজ আমি কোথাও যাবো না। ১২ নম্বর শেষ করে পৃষ্ঠা উল্টিয়ে যখন ১৩ নম্বর পৃষ্ঠা পড়া শুরু করতে যাচ্ছিলাম, তখনই চিতকারটা শুনতে পাই। উঠে গিয়ে দেখি চাচা কাত হয়ে মাটিতে পড়ে আছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আর আমার ফুফাতো ভাই তার পাশে হতভম্ভ হয়ে বসে আছে।

৩য় সন্দেহভাজন (লজিং মাস্টার) : আমি তখন নেট ব্রাউজ করছিলাম। অ্যাডবি ফ্ল্যাশ প্লেয়ারের নতুন ভার্সনটা আপগ্রেড করা ছিল না বলে ইউটিউব ভিডিও গুলো চালাতে পারছিলাম না। তাই গুগলে সার্চ দিয়ে সফটপিডিয়া থেকে ফ্ল্যাশ প্লেয়ারের লেটেস্ট ভার্সনটা যখন সবেমাত্র ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করতে যাচ্ছিলাম, তখনই চিতকারটা আমার কানে আসে। ছুটে গিয়ে দেখি আংকেল সোজা হয়ে মাটিতে পড়ে আছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তার ভাগিনা তার পাশে বসে আছে আর ভাতিজা তার পাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে।

ইনস্পেক্টর তার নোটখাতায় এই তিন সন্দেহভাজনের একজনের নামের পাশে স্টার চিহ্ন দিলেন - অর্থাত্‍ একে আরো বেশি জিজ্ঞাসাবাদ করা দরকার। বলতে পারেন কোন ব্যক্তির নামের পাশে তিনি স্টার চিহ্ন দিয়েছিলেন এবং কেন?
সম্পাদনা:
অবশ্যই কারণ ব্যাখ্যা করতে হবে। কারণ ব্যাখা না করে সঠিক সন্দেহভাজনের নাম বললেও উত্তর ভুল ধরা হবে।


২।বলুন তো কি সেই জিনিস যেটা আপনি কাউকে দিলেও রাখতে আপনাকেই হবে ?

৩।একদিন ত্বোহা ভাই ও জিয়াউর ভাই বাজারে গেলেন। তারা আট লিটার করে সয়াবিন তেল কিনবেন। ত্বোহা ভাইয়ের কাছে ৮ লিটারের একটি ক্যান এবং জিয়াউর ভাইয়ের কাছে ৫ লিটার ও ৩ লিটারের দুটি ক্যান। তারা এলেন আমার দোকানে। আমি প্রথমে ত্বোহা ভাইকে ৮ লিটার তেল দিলাম। এরপর দেখি আমার কাছে আর তেল নাই। তো জিয়া ভাইকে বললাম, স্যরি। আর তেল নেই। ত্বোহা ভাই বললেন, সমস্যা নেই আমি ও জিয়া ৪ লিটার করে ভাগ করে নেব। ত্বোহা ভাই শুধুমাত্র এই তিনটি ক্যান ব্যবহার করে জিয়া ভাইকে ৪ লিটার তেল দিয়ে দিলেন। কিভাবে?

ধাধা না পারলে গাধা

১।দিনাজপুর থেকে চাউল নিয়ে বগুড়ার উদ্দেশ্যে একটা ট্রাক (কাভার্ড ভ্যান টাইপের) রওয়ানা দিলো। রওনা হওয়ার সময় ওজন মাপার ব্রিজে দেখা গেল সবসহ ট্রাকটার ওজন কাঁটায় কাঁটায় ১০ টন। কিছুদিন আগের বন্যায় দিনাজপুর থেকে বগুড়ার মাঝপথে একটা সেতু ভেঙ্গে যাওয়ায় সেখানে একটা বেইলি ব্রীজ বানিয়ে রাখা হয়েছে। উন্নততর পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা করে দেখা গেছে যে এই বেইলি ব্রীজটার ভারবহন ক্ষমতাও ঠিক ১০টন, এর চেয়ে সামান্য বেশি হলেও হুড়মুড় করে ভেঙ্গে পড়বে।
তো সেই ব্রীজে ওঠার আগে স্পিডব্রেকারে যেই না ট্রাকের গতি কমিয়েছে, ওমনি কোত্থেকে এক দুষ্ট ছেলে ২ কেজি ওজনের একটা বিড়ালকে ট্রাকের বাম্পারে বসিয়ে দিল। ঐ বেড়ালটা ট্রাক থেকে নামার আগেই ওটাকে নিয়ে ট্রাক সেতু পার হয়ে গেল।
প্রশ্ন হল: সেতু ভেঙ্গে পড়লো না কেন?

২।কিভাবে সম্ভব? দিনের চেয়ে বছর ছোট?

৩।কাটলে একটি না কাটলে দুইটি । বলুনতো কি?

৪।বলুন তো কোন সেই কাজ, যা করলে কোন শাস্তি নেই, কিন্তু করার চেষ্টা করে ব্যর্থ হলে শাস্তি আছে?

৫।এক ভদ্রলোক লিবিয়া থেকে প্রতি বস্তা ময়দা ৫ দিনার করে কিনে বাংলাদেশে গিয়ে ২০০ টাকা করে বিক্রয় করন। এভাবে কিছুদিন ব্যাবসা করার পরেই দেখা গেল তিনি একেবারে কোটিপতি হয়ে গেছেন। কিভাবে?

Monday, April 15, 2013

akti durgotona o poroborti gotona .............NURUNNABI

puspita class 9 a pore,she baba mayer boro maye.puspitar choto 3 vai bon ase,akjon class 6 a,akjon class 4 o onnojon 1 pore.baba mudir dokandar o ma grehini kondor somoy onner barite kaj kore.sogsare tantani takleo cele maye ke porasona koracce tar baba ma.
catri hise motamuti tobe chehar kub sundor gaer rog uggol semla kintu mukosre deke kew oposonodo korbe na.class 9 a utaher por akta somossa hocce porotidin arif namer akta chele daria take bibinno somoy premer prosta,bier protab dey.protom koyek din puspita baba make janay vevecilo she na korle cheleta sunbe.cheleta dekte kalo boyes hobe 30 dhakay garmentse kag kore cute pele grame ase.
1la boishak upolokke arif 3 diner cuti niye asece er modde puspitar sathe deka kore ni tai puspita vebecilo celeta valo hoye gese.3 boishak puspitader grame mela hoy.sedincilo sukrobar,puspita o tar bandobi jui bikale melay jay.hotath kisukon pore bristi ase.a somay tara paser ak barite asroy nay.bristi tamar por puspita o jui mela theke curi,fita kine nia barir pothe rowna hoy.juier bari age pore mela thece ferar pote.juier barir kase ase jui bollo"tui aka jete parbi?"
"Hm parbo besiti dur na"
"acca sabdane jas"
"tik ase"
jui er bari theke besi durna 10 miniter rasta.bristir karone akasta megla sonda na holew aktu ondokar ondokar.kisudur hatar por kejeno pisontheke muke rumal dorlo.
rat 10 ta cokkullo se sue ase akta puraton polton gore.gae tar kono jama nei.gore akta mom jolce o pase arif namer celeti bose ase.puspita vito golay bollo"amar jama kapor koi,amare akane ancen kan?"
"tore onek bar bolci ami tore valobasi bia korte cai kintu tui raji hos ni."
"ajtor sorbonas korbo pore tore bia korbo."
"tui akon bero hote parbina karon tor jama kapor amar kase"
puspita kanna korte korte bollo"vai apner paye pori amar kaporguladen ami apnarei bia korbo tobu apni amar sorbonas korbenna"
puspita kadtel laglo arif kono kota boltesena.puspita onekbar arifke"ami apnare bia korbo tobu apni amar sorbonas korbenna aktu doyakoren"
onekkon por arif bollo"tik ase tobe agkei amake bia korte hobe"
"jodi raji tako tahole jama kapor ferot dibo"
kadte kadte puspita bollo"ami raji,ami raji........."
puspita kapor pore kadte laglo.arif rag hoye bollo"ato kannar ki holo kanna kati bondo kore colo kagi office"
sei ratei puspitar bia holo o ratei tara dhaka cole aslo.
sararat baba ma kojakujir por jante parlo puspita arifer sathe paliase.
arif tahe akta tinshed gor vara nia.puspita o arifer sogsar valoicolcilo.akdin arifke puspita gigas korlo"tumi amake polton gore nicila kamne rastar manusto sondeho korar kota"
arif haste haste bollo"atodin pore ai prosno"
"bolo na?"
"tomar bandobi jui tomake nia gese"
puspitar matay bajporlo tar ato kaser bandobi ai kaj korte parlo.
arif protidin rat 11tay basy fire kawdawer por puspitar sate golpo kore.avabei colcil.rojar eide puspita o arif barite galo puspitar ma baba protome mene nite pareni pore mayer muker dike takia mene nilo.puspitar sosur barir lokjono mene nilo.
erpotheke puspita o arif barite asto sobai tader kub ador korto.

1 bocor por
puspita lokko korlo arif thik moto rate basay fere na.giges korle bivinno ojuhat dekay.puspita buje tar sami kono karap pothe cola suru korece.maje maje se nesa kore gore fire.puspita onek bojanor cesta kore,janar cesta kore kintu arif kono kota bole na o sune na.
koyekdin por arif abar ager moto hoyjay.arif bole"amar cakri cole gese."
puspita hotobag hoye bole"ki bolo tumi"
"ami 50000 hajar takar ren hoy gasi"
"kivabe hoila ato taka rene?"
arif cup kore take.
puspita bole"bolo amake kivabe hoila ato taka rene?"
"pore bolbo"
puspita o arif bari jay ki kora jay.grame arifder tamon kisu nei jomi bolte takar jinno ase akta bari o olpo jomi.arifra 5 vai,se sobar coto. arif poribarer sobbaike janay tar obostar kota sobbai"tumi ren korso tumi jano amra tomake 1takao dibona"
"tumi bia korar somoy janow ni amon akta barite bia korco jar kas theke akti takaw ante paroni.tader kase caw"
puspita tar babake bole.baba bole"tui to janis sob.ami parbona"
arif o puspita dhaka cole ase ager basa cere dia notun aro kome basa nei.
onekcesta koreo konovabe taka jogar o cakri jogar korte na pere puspitake arif bole"tumi amar akta kota rakbe?"
"ki kotha?"
"age bolo rakbe"
"na sune kibabe boli"
"bolona"
"acca bolo"
arif kapa kapa golay bollo"tumi... tumi deho bebsa koro"
"ki bolla tumi!"
"ami onek cinta korlam kono uapay pai na"
"tai bole tumi..."
"tumi raji how amar cakri hower ag porjonto"
"na.ami kokonoi a kaj korbona"
"tui korbina"
"na"
"tore kivabe korate hoy amar jana ase"
ar por arif gore tala dia baire galo onek rate fire alo.

koyek din por
akrate arif puspitar kabare gumer osud misia dilo.pore baire theke tala dia kisukon pore aklok nia gore duklo puspita tokon govir gume.arif loktake bollo"apni taken ami baire theke tala dia jai theci"
er age puspita o loktar koyekta cobi tullo.arif aslo vor rate.puspita onekcesta korece bacar jonno kintu loktar sathe tola cobi deke kisu bolte pare ni.
erpor theke puspitar jibon palte galo.se akon akjon sex worker.se cesta korecilo baba mar kase fire jete kintu arif sei osalin cobigula prokas kore dibe bole kisu bolte pare ni.
arifer sathe akon tar kono somporko nei.puspita akon akta flate take.sex worker hisebe kaj kore valo taka poysa kamay.

SESH BIKALER ALO .....nurunnabi

Raster sodium light gulo sayeder kase odvut lagse jeno age kokhono age dekhe ni.Sayed dividerre bose akaser cad dekce.Aj keno jeno hole fire jete icca korcena.Barbar mone hocce maliha jodi pase takto othoco aj bikalew tader deka hoyece.Amon somoy malihar mobile beje uthlo,"kire.ki bepar?"
maliha bollo,"tui koi tore kub dekte icca korce.tui taratari holer samne ase phone de"
"acca"
Malihar holer samne sayed gia phone dewer sathe sate nil sari pore maliha ber hoye aslo.Maliha bollo"col"
"koi jabi ato rate"
"are colto"
Rastay hatte hatte sayder hathta dorlo maliha,maliha sayedke bollo"ami toke posondo kori.tui amar sobce kaser bondu jani na tui amay valobasis kina?jodi tui amay naw valobasis tobuo ami toke valobasbo"
Sayed kono kotha bollo na.Se bujte parlona tar ki bola ucith.Karon tar baba ma nei manus hoyce dada dadir kase r maliha kub keali maye hoyto ataw tar notun keal ja somoyer sathe sathe poriborton hobe.
Sayed o maliha sara rath rasty hatlo,rater dhaka je ato bicitro ta tader jana cilo na.Sokale je jar hole cole gelo.Sayeder gum vanglo malihar phone ermodde maliha 17bar phone dise.Phone dore gumjorano golay bollo"ki bol"
"taratari nice aye ami tor jonno adha gonta dore daria asi"
"acca"
Sayed taratari fresh hoy ber holo.Sayedto deke obak maliha nil selower kamij pore daria ase hate fuler tora.Maliha bollo"suvo jonmodin"
"ki bolis.aj amr jonmodin kebollo tore"
"are gada tor aj notun jonmo holo karon tui amar bondu theke valobasar manuse poribortito hoyacis.Jodio tui akono uttor disni ni"
"acca thik ase."
Maliha kusite joria dore bollo"ami jantam tui raji hobi.ne ful ne"
Sayed ful nilo r bollo"akon ja amar class ase.pore kotha bolboni"
Malihar mukhta gomra hoya gelo r mone mone cinta korlo"acca boka celeto aj amra gubo annodo korbo ta na".
Sayedto bole cole gese classe,malihar ajke classe jete valo lagce na tai se class korlona.Evabei colcilo maliha o sayeder prem jodio premta cilo onektai cilo aktorfa.

Sayder sorirta koyekdin jabot valo jacce na jodio se kono class mis dicce na r sathe malihar sathe goragurito acei.Doctor dekaice osudo kacce kintu kono kaj hocce na.Aj abar doctorer kase jawer din.Sayed doctorer kase gia tar somossar kotha bollen.Dr take kisu test kore report dekate bollen.2 din por report nia Dr kase gelo.Dr report dekhe onekkon cupkore theke bollo"apnarto HIV positive"
Hothath jeno mathay baj porlo sayeder ki bollo Dr.Dr saheb abar santo golay bollen"Apni kokhono ovoido melamesa korecen ba madokdrobbo grohon koren?"
Sayed bollo"Na. ami kokhono asob kori ni"
Dr bollen "apner baba mayer kicilo?"
"ta bolte parlam na tobe amar baba mara jower 1bocor pore amar ma mara jay"
"tokon amar boyos 2 bocor"
Dr bollen"apni aktu koj nin apner baba mayer HIV positive cilo kina.jhetu apni pharmcyte porcen tahole apni obosoi janen kivabe AIDS coray.Apni aktu jacai korun"
Sayed sei dini grame cole jay.Se tar dada dadir kastheke jante pare tar baba akbar road accident kore cilo.Er pray 8 mas pore mara jay.Tobe road accidenter tor baba prai ossustho takto.Dr dekaleo lav hoy ni.

Sayeder jibon colce akdurbisoho jontro nay je jontro na kawke bolajay na karon sobbai vul bujbe upohas korbe.Sayed akon malihake jotota somvob aria colar cesta kore kintu se pare na.Sayed akon din din ratri akta jinis nia vabe kivabe manuske soceton kora jay,kivabe arogtheke mukti pawa jay.Sayed HIV jibanuke kivabe dongso kora jay ta nia cinta korrce se onek kani ogrogoti korte perece kintu tar mone hocce se ata ses kore jete parbena.

6mashpore sayed malihake sobkisu kule bole.Malihato kadte kadte ostir hoye jaccilo.je manustake se valo base se akjon AIDS rogi.Je proti nioto mrittur dike dole porce othoco a roger pecone tar kono dos nai.

4mas porer kotha
sayed akon dhaka medical hospital e bede sua sua mrittur prohor gunce.Sayed HIV protiroder upay onek kani ogrosor hoyace kintu akon se r cinta korte pare na.Tar sriti sokti lov payajace.Akon malihakeo tar ocena mone hoy.1mas22din hospitale takar por sayed maragelo.

Ajo maliha bia kore ni.Se chesta korce kivabe AIDS er protisedok abiskar kora jay,kivabe manuske soceton kora jay.