Thursday, May 22, 2014

আইনস্টাইন ভক্তদের জন্য কিছু তথ্য... partt 2


প্রথমে নিছকই কিছু ফালতু এবং যার উত্তর বিজ্ঞানমনস্ক সবারই জানা এরকম কিছু প্রশ্ন দিয়ে শুরু করি -
·         আলোর গতিবেগ সর্বত্রই এক বা সর্বোচ্চ হয়তো এই যক্তিতে ভুল আছে।
·         আলোর গতিবেগের সাথে অন্য কিছুর তুলনা করা চলে না,  কিন্তু আলো স্থানান্তরিত হতেও সময় লাগে।
·         আলো স্থানান্তরিত হয় কিভাবে?
·         শূন্য মাধ্যমে আলো স্থানান্তরিত হয় ।
·         শূন্য মাধ্যমটা কি?
·         বায়ুহীনতাই কি শূন্য মাধ্যম? শূন্য মাধ্যমে কি কোন চাপ আছে?
·         শূন্য মাধ্যমে আমরা চাপ পরিমাপ করব কিভাবে?
·         চাপের সাথে হয়তো আলোর বেগের সম্পর্ক আছে।
·         চাপের হ্রাস-বৃদ্ধির ফলে হয়তো আলোর বেগ সামান্য পরিবর্তন হয়।
·         হয়তো তাপমাত্রাও আলোর গতিবেগের উপর প্রভাব ফেলে।
·         বিজ্ঞানীরা আলোর প্রকৃতি ও গতি সম্পর্কে যে সব তত্ত্ব দিয়েছেন তার অনেকগুলোই পরস্পর বিরোধী!
·         আচ্ছা আলো বলেত আমরা কোন আরো বুঝাচ্ছি? আলো তো বিভিন্ন রঙের হতে পারে!
·         তরঙ্গ তত্ত্ব মতানুসারে একেক রঙ্গের আলোর তরঙ্গ দৈর্ঘ্য একেক রকম। এতে একেক রঙ্গের আলোর গতিবেগও একেক রকম হওয়ার কথা।
·         আলো কি বস্তু না শক্তি? নাকি বস্তুহীন শক্তি?
·         হয়তো আলো কোন ভরহীন বস্তু যা অসীমের দিকে ছুটে চলেছে নিজেকে বিলিয়ে দেওয়ার উদ্দেশ্য।
·         আলোর প্রাবল্য কি আলোর গতিবেগের উপর প্রভাব ফেলে? কারণ সূক্ষ্ম আলোর পরিসর হয়তো সীমিত।
·         আলো কিন্তু 2d বা 3d কোন পর্যেবক্ষণ নয়, আলো কিন্তু 4d মাধ্যমে চলাফেরা করে
·         আচ্ছা শূন্য মাধ্যমে তো আলো বাধাপ্রাপ্ত হওয়ার কথা নয়। তবু হয়তো শূন্য মাধ্যমে আলো অসীম পর্যন্ত পৌছাতে পারে না, কেন?
·         যদি আলো অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে কিভাবে শক্তির সংরক্ষণশীল নীতি বজায় থাকে? মহাবিশ্বের বাপ্তি তখন কল্পনার অতীত একটা ব্যাপার হয়ে দাড়ায়। মহাবিশ্বের সর্বশেষ প্রান্তের আলো আমরা কিভাবে নির্ণয়, যাচাই বা পরিমাপ করব...? আচ্ছা, আলো পর্যবেক্ষণ করে আমরা কি  তার উৎসের দূরত্ব বা প্রকৃতি সম্পকে জানাতে পারব?
·         শূন্য মাধ্যমে আলোর বেগ একই হতে পারে। কিন্তু কোন মাধ্যমের মধ্য দিয়ে আলো গমনের সময় আলোর গতিবেগ উক্ত মাধ্যমের প্রিতসারণাঙ্কের উপর নির্ভর করে হ্রাস বৃদ্ধি পায়।
·         আলো কিভাবে উৎপন্ন হয়। এর উত্তরের মাঝেই হয়তো অনেক রহস্যের সমাধান আছে। উৎপন্নের প্রক্রিয়া নয় উৎপন্নের ধারা।

No comments:

Post a Comment