Tuesday, April 30, 2013

উক্তি

কল্পনা
* "কল্পনা জীবন ও জগতকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে" -বার্নাড শ

* "কল্পনা হল আত্মার চক্ষু" -জুবার্ট

* "কল্পনাই সম্ভাবনাকে সম্ভব করে" -এমিলি ডিকিনস

* "যদি আকাশে অট্টালিকা তৈরি করে থাক তা হলে তোমার কাজ ব্যর্থ হয় নি । এখন মাটিতে তার ভিত্তি স্থাপন করো ।" -থরিউ


সুনীল গঙ্গোপাধ্যায়

১) মানুষ এর মন হল সমুদ্রের বালুচর এর মতো ,
কালের ঢেউ এসে সব ধুইয়ে মুছে নিয়ে যায়।

২) সুখ হল শিশির এর বুকে ভোরের নরম আলো ,
 আলো যতক্ষণ ততক্ষণই তার আয়ু।

রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

 * বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়।
---- রবীন্দ্রনাথ ঠাকুর

 * যে মরিতে জানে, সুখের অধিকার তাহারই। যে জয় করে, ভোগ করা তাহাকেই সাজে।
--রবীন্দ্রনাথ ঠাকুর

বুদ্ধিমান হতে হলে...

"বুদ্ধিমানেরা কোনোকিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে । আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে " -হযরত আলী (রাঃ)

মণীষীদের বাণী

ইতর লোকের শেষ অস্ত্র হচ্ছে গালি। - হযরত আলী (রাঃ)

মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। - ডেল কার্নেগী

একটি ভাল বই একজন ভাল বন্ধুর সমান। - ডাঃলুৎফর রহমান

শিক্ষার শেকড় তেঁতো হলেও এর ফল মিষ্টি। - এরিষ্টটল

মানুষ সজাগ সচেতন নয়, কিছুক্ষন পর কি ঘটবে তার জীবনে তা তার জানা নেই, অথচ হাজার বছর বেঁচে থাকার উপায় উপকরণ যোগাড়ে ব্যস্ত। - মহা কবি আল্লামা ইকবাল

চুপ করে থাকুন,ভাল না হোক ক্ষতি হবার সম্ভাবনা নেই।

সেই সত্যিকারের মানুষ যে অন্যের ভুলত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করে।

ভাল লোকের সংস্পর্শে থাকো,তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো সৎ পরামর্শ দিবে। - টমাস ফুলার

বিবাহ ও নারী

*পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে, এইজন্য তো বিবাহ । -রবীন্দ্রনাথ ঠাকুর

*স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। -রবীন্দ্রনাথ ঠাকুর

*মেয়েরা অল্প কারণে কাদতে জানে এবং বিনা কারণে হাসতে পারে, কারণ ব্যতীত কার্য হয় না, জগতের এই কড়া নিয়মটা কেবল পুরুষের পক্ষেই খাটে । -রবীন্দ্রনাথ ঠাকুর

*গরিব লোক যদি ধনী বিয়ে করে তাহলে সে স্ত্রী পায় না, পায় একজন শাসক । -আলেকজেনড্রেডেস

*মন আর ঘড় ভাঙতে স্ত্রীলোক যত পটু, পুরুষ তত নয় । -চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়

* নারী হেসে উঠার আগ পর্যন্ত পৃথিবী ছিল বিষন্ন, বাগান ছিল জঙ্গল আর পুরুষ ছিল সন্ন্যাসী। - ক্যাম্পবল।

*মেয়ে মানুষ চিনেছেন বলে অহংকার করবেন না, কেননা আপনি জানেন না আর একটি মেয়ে আপনাকে কি শিক্ষা দেবে। - জিলেন বাগেন।

*বিয়ে একটি জুয়া খেলা - পুরুষ বাজী রাখে স্বাধীনতা আর নারী বাজী রাখে সুখ। - মাদ সোয়াজেন।

1 comment:

  1. প্রথিতযশা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় উক্তি মেলা । জনপ্রিয় ও আলোচিত বাণী সমাবেশ>>
    http://attoprokash.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%97%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/

    ReplyDelete