তেইশটা বছর ধরে
প্যান্ট শার্ট গুজে পড়ে,
আর পারছি না গুরু
সেই নার্সারি থেকে শুরু;
পাড়ার যত ছেলে গুলো
সবার ঘরে বউ এলো,
মা বলেন-
মন দিয়ে পড়;
আর পারছি না গুরু
সেই নার্সারি থেকে শুরু;
অবশেষে মায়ের দয়া হলো
ঘরে ফুটফুটে বউ এলো,
ফুল শয্যার রাতে
একগুচ্ছ গোলাপ হাতে-
বউকে শুধাই-
আমার জীবনে তুমিই প্রথম
তোমার জীবনে আমিও কি তাই?
বউ হেসে বলে-
"আর পারছি না গুরু
সেই নার্সারি থেকে শুরু"
প্যান্ট শার্ট গুজে পড়ে,
আর পারছি না গুরু
সেই নার্সারি থেকে শুরু;
পাড়ার যত ছেলে গুলো
সবার ঘরে বউ এলো,
মা বলেন-
মন দিয়ে পড়;
আর পারছি না গুরু
সেই নার্সারি থেকে শুরু;
অবশেষে মায়ের দয়া হলো
ঘরে ফুটফুটে বউ এলো,
ফুল শয্যার রাতে
একগুচ্ছ গোলাপ হাতে-
বউকে শুধাই-
আমার জীবনে তুমিই প্রথম
তোমার জীবনে আমিও কি তাই?
বউ হেসে বলে-
"আর পারছি না গুরু
সেই নার্সারি থেকে শুরু"
No comments:
Post a Comment