হিঁছা মার
—————–
ভোডের সময় হেতি কইছে
দশ টিঁয়া সের চাইল দিব
বালা মন্দ দেখব হেতি
যে জন ডোঙ্গায় ভোড দিব।
হোলা-মাইয়ার লেয়া হড়া
বিনা হইসায় চালাইব
অল্প-হইসায় হগল জিনিস
বেক মাইনেষরে খাওয়াইব।
হেতি অন হিরি গেছে
হন্চাষ টিঁয়ায় চাইল্ বেছে
হারা দেশে মারামারি
হেতিরা সব ঘুম গেছে।
হারাদিন কাম কইল্যে
হেডের ভাত জুডে না—
চৌয়ে-মুয়ে আঁধার দেহি
বিজলী ওতো থায়ে না।
দিন-দুহুরে খুন-খারাবি
চাঁদাবাজি চইলছে বেশ,
লুডি-কাডি খাইছে সবাই
বালা নাকি চইলছে দেশ।
চাইল নাই, ডাইল নাই,
বিজলী নাই ঘরে,
গ্যাস-হানির টানাটানি
হুরা শহরে।
মিছা কইয়া ভোড নিয়া
অইছে মিনিস্টার,
ভোডের লাই আইলে আবার
সবাই মিলি হিঁছা মার।
হাডা বাঁশে গোডা জাতি
আঁটকি গেছে ভাই,
হেতাগারে না দোড়াইলে
আংগো বাঁচন নাই।
----মূল কবিতাটি হিঁছা মার এখানে গুতা মেরে দেখেন।
—————–
ভোডের সময় হেতি কইছে
দশ টিঁয়া সের চাইল দিব
বালা মন্দ দেখব হেতি
যে জন ডোঙ্গায় ভোড দিব।
হোলা-মাইয়ার লেয়া হড়া
বিনা হইসায় চালাইব
অল্প-হইসায় হগল জিনিস
বেক মাইনেষরে খাওয়াইব।
হেতি অন হিরি গেছে
হন্চাষ টিঁয়ায় চাইল্ বেছে
হারা দেশে মারামারি
হেতিরা সব ঘুম গেছে।
হারাদিন কাম কইল্যে
হেডের ভাত জুডে না—
চৌয়ে-মুয়ে আঁধার দেহি
বিজলী ওতো থায়ে না।
দিন-দুহুরে খুন-খারাবি
চাঁদাবাজি চইলছে বেশ,
লুডি-কাডি খাইছে সবাই
বালা নাকি চইলছে দেশ।
চাইল নাই, ডাইল নাই,
বিজলী নাই ঘরে,
গ্যাস-হানির টানাটানি
হুরা শহরে।
মিছা কইয়া ভোড নিয়া
অইছে মিনিস্টার,
ভোডের লাই আইলে আবার
সবাই মিলি হিঁছা মার।
হাডা বাঁশে গোডা জাতি
আঁটকি গেছে ভাই,
হেতাগারে না দোড়াইলে
আংগো বাঁচন নাই।
----মূল কবিতাটি হিঁছা মার এখানে গুতা মেরে দেখেন।
No comments:
Post a Comment