Monday, May 26, 2014

একটি উত্তরাধুনিক কবিতা

প্রথম দেখায় তারা দেখাইলি,
দ্বিতীয় দেখায় সর্ষে ফুল
বইসা বইসা ভাবতেছি আজ,
ক্যামনে করছি এমন ভুল!!!!!
প্রথম যেদিন দেখছি তোরে,
পাড়ায় ঢোকার রাস্তাতে
দিনের আকাশেই দেখছি তারা,
কাপন ধরছে বুকটাতে।
তোর স্বপনে ফাকা পথেই,
চলতে গিয়া উষ্ঠা খাই
কারন ছাড়াই তোদের পাড়ায়
সকাল বিকাল ঘুরতে যাই
ভালবাসার কাব্য লিখে
সকাল বিকাল পাঠ করি
কাব্য শুনে রামছাগলটা
আপন মনে নারায় দাড়ি।
পাড়ার নেরি কুত্তা গুলো,
কাব্য শুনে দেয় তাড়া
জান বাঁচাতে ছুটি আমি,
ছুটতে ছুটতে তোর পাড়া।
ছুটতেছি আমি, ছুটতেছি আমি,
ছুটতেছে পিছে কুত্তারা
তাড়া খাওয়া আমায় দেখে,
খুশিতে তুই আত্মহারা।
৩২ দাতের বিটকেল হাসি,
হাইসা করলি সাবধান
শুনে আমার বুক ফাটিল,
এ কি কইলি জানের জান!!!!
ক্যামনে ভুলি, তুই কইছিলি
“আস্তে দৌড়ান, চাচাজান”
বুঝবি ক্যমনে, চাচা ডাক শুনে
স্বপ্ন হইল খান খান।

1 comment:

  1. আমার কবিতা ্পনি নিজরে নামে চালালেন। আফসুস!! বিড়াট আফসুস!!

    ReplyDelete