Tuesday, April 22, 2014

রাশিয়ান কৌতুক

০১.
আচ্ছাসভিয়েট ইউনিয়নে দুটি পত্রিকা কেনকেবল প্রাভদা (সত্য) অথবা ইজভেস্তিয়া (সংবাদ) থাকলেই তো হতো।
উত্তর: দুটিই দরকার। কারণ প্রাভদায় ইজভেস্তিয়া নেই আর ইজভেস্তিয়ায় প্রাভদা নেই।

০২.
ক্লাসে এক ছাত্র: স্যার শুনলাম আমেরিকায় নাকি বিশ্বে সবচেয়ে বড় বিল্ডিং আছে?টিচার: ইভানভতুমি ঠিকই বলেছতবে কি জানআমেরিকানরা সভিয়েট ইউনিয়নের মতো বড় সাইজের ইলেকট্রিক ট্রানজিস্টর বানাতে পারে না।

০৩.
আচ্ছাসুইজারল্যান্ডে কি কমিউনিজম প্রতিষ্ঠা সম্ভব?উত্তর: খুবই সম্ভবকিন্তু ওরা তো তোমার কোনো ক্ষতি করে নাই...

০৪.
গ্রামে কমিউনিস্ট পার্টির মিটিং চলছে। বক্তৃতা দিচ্ছেন এক নেতা-
কমরেডসকেবল আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনাটি বাস্তবায়ন হোকদেখবেন উন্নয়নের জোয়ারে ভাসবে গোটা দেশ। আরেতখন আমাদের সবারই একটা করে প্লেন থাকবে।
এক মুর্খ চাষা প্রশ্ন করলো- প্লেনের মালিক হয়ে আমরা কি করব?নেতা: আরে কমরেড এটিও বুঝতে পারছেন নাধরুন আপনার শহরের দোকানে আলুর সাপ্লাই নেইনো চিন্তাপ্লেন নিয়ে মস্কোচলে যানআলু কিনে ফিরে আসুন...

০৫.
মফস্বল শহরে পার্টি মিটিং। নেতা বক্তৃতা দিচ্ছেন: কমরেডগন...দেখুন আমাদের প্রত্যেকের জীবনে কমিউনিজম কতো পরিবর্তন নিয়ে এসেছে। উদাহরণ তো হাতের কাছেই আছেএই ধরুন সামনের সারিতে বসা মারিয়া। মুর্খ নারী ছিল। তার একটিই মাত্র জামা ছিলকোনো জুতা ছিল না। আজ তার পায়ে জুতা আছে। ধরুন ইভানভ। গ্রামের সবচেয়ে গরীব ছিল। তার জমি ছিল নাবলদ ছিল না। আজ সে ট্রাক্টর চালায়তার দু জোড়া জুতা। ধরুন সার্গেই। কী জীবন ছিল তার! রাস্তায় রাস্তায় ঘুরত। প্রচণ্ড তুষারপাতেররাতেও তাকে কেউ আশ্রয় দিত নাসব চুরি করে নিয়ে যাবে এই ভয়ে। সেই সার্গেই চোরা দেখুন আজ কতো বদলে গেছে। আজ সে পার্টির লোকাল সেক্রেটারি....

০৬.
এক রাশানএক ফ্রেঞ্চ আর এক বৃটিশ তর্ক জুড়ে দিয়েছেআদী পিতা আদম কোন জাতীয়তার ছিলেন সেই বিষয়ে। ফ্রেঞ্চ বলছে: আদম ফরাসী না হয়েই যায় না। দেখ নাইভকে সে কত্তো ভালবাসতো। বৃটিশ বলছে: উহু। আদম আসলে ছিল বৃটিশ। দেখতার একটি মাত্রই আপেল ছিল আর সেটি সে ইভ কে দিয়ে দিল! যেন সাচ্চা বৃটিশ জেন্টলম্যান।
রাশান বলছে: তোমরা কিস্যু জানো না। যে লোকটি পুরো উদোম হয়ে ঘুড়ে বেড়াচ্ছেসম্বল মাত্র একখানি আপেল। আর তারপরওভাবছে সে স্বর্গে আছেসে রাশান না হয়ে যায় কোথায়...

০৭.
এক অলিম্পিকে এক সভিয়েট অ্যাথলেট হাতুরি নিক্ষেপে বিশ্ব রেকর্ড করলো। তাকে ইভেন্ট শেষে ঘিরে ধরল সাংবাদিকরা। আপনি কি করে এত্তো দূরে হাতুরিটি মারতে পারলেন?বলেন কিএটা কোনো ব্যাপার হলোহাতুরির সঙ্গে একটি কাস্তে জুড়ে দিন নাঅ্যায়সা জোড়ে ছুড়ে মারব যে স্টেডিয়াম পার হয়ে যাবে।

No comments:

Post a Comment