Tuesday, April 22, 2014

কৌতুক! কৌতুক!! কৌতুক!!!

১)
একজন স্ত্রী তার স্বামীকে তার (স্ত্রী) সম্পর্কে বর্ননা করতে বলেছে…………
স্বামী বর্ণনা করছে, “ তুমি হচ্ছো A,B,C,D,E,F,G,H,I,J,K”
স্ত্রী জানতে চাইলো, “এর মানে কি?”
স্বামীঃ Adorable, Beautiful, Cute, Delightful, Elegant, Foxy, Gorgeous, Hot”
স্ত্রীঃ ওহ, কী যে সুন্দর! মন ভরে গেলো। ওগো, বাকী তিনটা I,J,K-তে কী হয় গো?
স্বামীঃ I’m Just Kidding!!!
২)
সেক্সপিয়ার একবার বলেছিলেন, “ জগতের সকল মেয়েরাই খুব সুন্দর, বিশেষ করে বাতি নিভানোর পর!”
সেক্সপিয়ারের স্ত্রীর উত্তর ছিলো, “জগতের সকল ছেলেরাও খুবই নিষ্পাপ, বিশেষ করে বাতি নিভানোর আগে!”
৩)
মুখরা স্ত্রীকে হঠাৎ করে চুপচাপ বসে থাকতে দেখে অবাক স্বামী ছেলেকে জিজ্ঞেস করছে, “এই বাবলূ, তোর মা আজকে এতো চুপচাপ বসে আছে কেনো?”
ছেলেঃ কিছু না বাবা! মা আমার কাছে লিপস্টিক চেয়েছিলো, আমি শুনেছিলাম ‘গ্লু স্টিক’
বাবাঃ আল্লাহ তোকে অনেক বড়ো করুক!
৪)
ক্রিসমাসের আগে এক সান্টাক্লস হোয়াইট হাউসে ওবামার সাথে দেখা করতে গিয়েছে।
ওবামাঃ আপনার জীবনের একটি ইচ্ছের কথা বলুন।
সান্টাক্লসঃ আমি আগামীবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে চাই।
ওবামাঃ আপনি কী পাগল হয়েছেন…………
সান্টাক্লসঃ …এই গুণটা থাকা কী বাধ্যতামূলক?
৫)
স্বামী, স্ত্রী ডেন্টিস্টের চেম্বারে গিয়েছেন।
স্বামীঃ আমি একটি দাঁত তুলাতে চাই। কোনো রকম অবশ বা অজ্ঞান করা লাগবে না, কারণ আমার খুব তাড়া আছে। জাস্ট তুলে ফেলুন, যত তাড়াতাড়ি পারুন।
ডেন্টিস্টঃ আপনি একজন খুব সাহসী মানুষ। এখন দেখান, কোন দাঁতটা তুলতে হবে।
স্বামীটি তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, “ তোমার মুখ খুলো, এবং ডাক্তারকে দেখাও কোন দাঁতটা তুলতে হবে!”
৬)
একজন ব্রিটিশ, একজন ফরাসি এবং একজন রাশিয়ান এক চিত্র প্রদর্শনীতে আদম আর হাওয়া স্বর্গে ঘুরে বেড়াচ্ছে-এমন একটি পেইন্টিং খুব মনোযোগ সহকারে দেখছে।
ব্রিটিশঃ দেখো, দেখো! ওদেরকে কতো সাম্য, শান্ত আর অভিজাত লাগছে! ওরা অবশ্যই ব্রিটিশ ছিলো।
ফরাসিঃ আহাম্মক কোথাকার! ওরা তো নগ্ন, এবং কতো সুন্দর লাগছে দেখতে! ওরা অবশ্যই ফরাসি।
রাশিয়ানঃ দেখো, ওদের কোনো কাপড় নেই, আশ্রয় নেই। ওদের কাছে আছে খাবার জন্য শুধুমাত্র একটা আপেল, আর ওদের বলা হয়েছে- ওরা স্বর্গে আছে! তারমানে, ওরা অবশ্যই রাশিয়ান ছিলো!
৭)
কোম্পানীর ডিরেক্টর দুই সপ্তাহ আগে নিয়োগকৃত যুবক কর্মচারীকে ডেকে রাগতস্বরে বলছে, “এইসব কী? তুমি ভাইভাতে বলেছিলে, তোমার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে। আজ ভেরিফিকেশন করে দেখলাম এটা তোমার প্রথম চাকরী!”
যুবক কর্মচারীঃ জি স্যার। আপনার চাকরীর বিজ্ঞপ্তিতে ছিলো প্রার্থীকে অবশ্যই ভালো কল্পনাশক্তির অধিকারী হতে হবে………”

No comments:

Post a Comment