Saturday, June 7, 2014

Ore Manwa Re Lyrics - Game.. He Plays to Win (2014)

Ore Manwa Re Lyrics from bengali movie Game.. He Plays to Win (2014)
মহিলা] ওরে মনওয়া রে ওরে মনওয়া রে
ওরে মনওয়া রে ক্যায়সা হ্যায় তু বাতা
মোরে মনওয়া রে ওরে মনওয়া রে
ওরে মনওয়া রে ক্যায়সা হ্যায় তু বাতা [/মহিলা]

[পুরুষ] ও মন, হারিয়ে বসে আছি দেখ
প্রথমবারেরই দেখায়, কত না হোলো তোলপাড়
দু চোখ, দেখেছে তোকে আজ যেই
হারিয়ে ফেলেছি খেই, আমিও আমার কথার...
খেয়ালী দিন, মায়াবী রাত, এক নিমেষে
তাকালি তুই,আমি হঠাৎ, অন্য দেশে..
ও ও ও ও ও ও... মন, হারিয়ে বসে আছি দেখ
প্রথমবারেরই দেখায়, কত না হোলো তোলপাড়
ওরে মনওয়া রে ওরে মনওয়া রে
মোরে মনওয়া রে ক্যায়সা হ্যায় তু বাতা...

কথা আসে, চুপি চুপি, যদি ঠোঁটের পাতায়
আমি রাজি, মেখে নিতে, সে আরাম সারা গায়ে ও ও ও..
এসে গেলো, দিশেহারা, কিছু ইচ্ছে দেদার
জমে ত্থাকা, ঘটনা.. উঠে আসুক এবার
ও মন.. হয়ে যা তুই আজ রাত
সাজাবো তারায় তারায়, নিজের হাতে তোকে.. [/পুরুষ]
[মহিলা] ওরে মনওয়া রে ওরে মনওয়া রে
মোরে মনওয়া রে ক্যায়সা হ্যায় তু বাতা... [/মহিলা]

[পুরুষ] তোকে কেন, এত বাসি, আমি দারুণ ভালো
কানে কানে, বলে গেলি, আমার মন পালালো..
কি কারণে, এত চাওয়া, কিছু পাওয়া হলে হোক
পড়ে আছে, তুলে রাখা, কিছু পুরোনো পালক
ও মন, বাড়ায় যদি আজ হাত
চাইবো তোকেই হঠাৎ, নেশাতে শেষ চুমুকে
ওরে মনওয়া রে ওরে মনওয়া রে
মোরে মনওয়া রে ক্যায়সা হ্যায় তু বাতা... [/পুরুষ]
[মহিলা] ওরে মনওয়া রে ওরে মনওয়া রে
মোরে মনওয়া রে ক্যায়সা হ্যায় তু বাতা... [/মহিলা]

No comments:

Post a Comment