Wednesday, June 4, 2014

জেনে নিন জীবন বদলে দেয়া ১২টি প্রশ্ন!

  • ১) সুখ কি নিজের উপর নির্ভর করে নাকি অন্যের উপর? যার কারণে আমি দুঃখী হচ্ছি, সে আমার জন্য হচ্ছে কি?
  • ২) শেষ কবে আমি নতুন কোনো কিছু চেষ্টা করেছিলাম? শেষ কবে নিজেকে খুশি করার জন্য কিছু করেছিলাম?
  • ৩) যে পরিস্থিতিটি আমাকে মানসিক চাপে ফেলেছিল, কষ্ট দিয়েছিল, সেগুলো থেকে আমি কি শিক্ষা গ্রহণ করেছি? কি শিক্ষা?
  • ৪) আমার লক্ষ্য অর্জনের জন্য আমি কি যথেষ্ট চেষ্টা করছি?
  • ৫) শেষ কবে নিজেকে বলেছি ‘আমি আমাকে ভালোবাসি’? শেষ কবে নিজেকে উপহার দিয়েছি?
  • ৬) আমি কি অন্যের খুশিতে খুশি হই নাকি হিংসা করি? হিংসা করে থাকলে তা কেন করি?
  • ৭) ভবিষ্যতের জন্য বর্তমানটাকে উপভোগ করার কথা ভুলে যাচ্ছি না তো? বর্তমানে কি সুখী হবার কিছুই নেই?
  • ৮) নিজের কোন ব্যাপার গুলো আমার সবচাইতে বেশি ভালো লাগে?
  • ৯) আমি কি আমার নিজের প্রতি যথেষ্ট যত্নশীল? জীবনের ছোট আনন্দ গুলো উপভোগ করি?
  • ১০) আমার পরিবার আমার থেকে যথেষ্ট সময় পাচ্ছে তো? নিজে পরিবারকে যথেষ্ট সময় দিচ্ছি তা
  • No comments:

    Post a Comment