একজন কৃষক তার জমিতে বেড়া দিচ্ছিল। তিন বন্ধু সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। জমিতে বেড়া দিতে দেখে এক বন্ধু বলল, "কৃষকের কাছে বেড়া দেবার যতটুক সরঞ্জাম আছে সে টুক দিয়ে সবচেয়ে বেশি জায়গা দখল করে এমন বেড়া কে বানাতে পারবে?" ১ম বন্ধু বর্গাকার বেড়া তৈরি করে বলল, "এটি সবচেয়ে বেশি জায়গা দখলকারী বেড়া।" ২য় বন্ধু একটা বৃত্তাকার বেড়া তৈরি করে বলল, "এটি সবচেয়ে বেশি জায়গা দখলকারী বেড়া।" দেখে ৩য় বন্ধু হাসল। একটা বেড়া তৈরি করল। তারপর বলল, "দেখ , আমি সবচেয়ে বেশি জায়গা দখল কারী বেড়া বানিয়েছি।"
তৃতীয় বন্ধু কেমন বেড়া তৈরি করেছিল?
তৃতীয় বন্ধু কেমন বেড়া তৈরি করেছিল?
No comments:
Post a Comment