পথিকের প্রশ্ন
ধরুন, আপনি একজন পথিক। একাকী পথে হেঁটে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে আপনার চলার পথ একসময় দু’ভাগে ভাগ হয়ে গেলো। এক ভাগ চলে গেছে সভ্য জগতের দিকে অর্থাৎ যেখানে গেলে আপনি ভদ্র জনপদ পাবেন। আরেক ভাগ গেছে ভয়ঙ্কর নরখাদক মানুষদের দেশে যারা আপনাকে পেলে কাঁচা খেয়ে ফেলবে। আপনি এই দুই ধরণের জনপদ ও সেখানকার অধিবাসীদের সম্পর্কে অবগত। কিন্তু কোন রাস্তা ধরে গেলে কাদের কাছে যাওয়া যাবে তা আপনার অজানা। পথের এই মোহনায় দুই ভাই দাড়িয়ে আছে। তারা জানে কোন রাস্তা কোথায় গিয়ে মিলেছে। কিন্তু তাদের মধ্যে এক ভাই যা বলে তা সবই সত্য বলে। অন্যদিকে অন্য ভাই পুরোদস্তুর মিথ্যাবাদী। আপনি তাদের এই স্বভাব সম্পর্কেও অবগত। কিন্তু এটা জানেন না কে সত্য বলে আর কে মিথ্যা। এখন আপনাকে মাত্র একটা প্রশ্নের মাধ্যমে এই দুই ভাইয়ের যেকোনো একজনের কাছ থেকে জেনে নিতে হবে যে, সভ্য জগতে পৌঁছাতে হলে কোন রাস্তা ধরতে হবে।
আবার মনে করিয়ে দিইঃ
১ আপনি কেবল একটি প্রশ্নই করতে পারবেন। প্রশ্নটি আপনাকে এক বাক্যে শেষ করতে হবে।
২ প্রশ্নটি যেকোনো এক ভাইকে করতে হবে।
জন্মদিন
এক ব্যক্তি একদিন তার বন্ধুকে বললো, “গত পরশু দিন আমার বয়স ছিল ২৯ বছর কিন্তু আগামী বছর আমার বয়স হবে ৩২ বছর।”
কিভাবে সম্ভব? তার জন্মদিন কত তারিখে?
ধরুন, আপনি একজন পথিক। একাকী পথে হেঁটে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে আপনার চলার পথ একসময় দু’ভাগে ভাগ হয়ে গেলো। এক ভাগ চলে গেছে সভ্য জগতের দিকে অর্থাৎ যেখানে গেলে আপনি ভদ্র জনপদ পাবেন। আরেক ভাগ গেছে ভয়ঙ্কর নরখাদক মানুষদের দেশে যারা আপনাকে পেলে কাঁচা খেয়ে ফেলবে। আপনি এই দুই ধরণের জনপদ ও সেখানকার অধিবাসীদের সম্পর্কে অবগত। কিন্তু কোন রাস্তা ধরে গেলে কাদের কাছে যাওয়া যাবে তা আপনার অজানা। পথের এই মোহনায় দুই ভাই দাড়িয়ে আছে। তারা জানে কোন রাস্তা কোথায় গিয়ে মিলেছে। কিন্তু তাদের মধ্যে এক ভাই যা বলে তা সবই সত্য বলে। অন্যদিকে অন্য ভাই পুরোদস্তুর মিথ্যাবাদী। আপনি তাদের এই স্বভাব সম্পর্কেও অবগত। কিন্তু এটা জানেন না কে সত্য বলে আর কে মিথ্যা। এখন আপনাকে মাত্র একটা প্রশ্নের মাধ্যমে এই দুই ভাইয়ের যেকোনো একজনের কাছ থেকে জেনে নিতে হবে যে, সভ্য জগতে পৌঁছাতে হলে কোন রাস্তা ধরতে হবে।
আবার মনে করিয়ে দিইঃ
১ আপনি কেবল একটি প্রশ্নই করতে পারবেন। প্রশ্নটি আপনাকে এক বাক্যে শেষ করতে হবে।
২ প্রশ্নটি যেকোনো এক ভাইকে করতে হবে।
জন্মদিন
এক ব্যক্তি একদিন তার বন্ধুকে বললো, “গত পরশু দিন আমার বয়স ছিল ২৯ বছর কিন্তু আগামী বছর আমার বয়স হবে ৩২ বছর।”
কিভাবে সম্ভব? তার জন্মদিন কত তারিখে?
উত্তর পারি নি।
ReplyDelete