Wednesday, September 24, 2014

অদ্ভুত খবর

পৃথিবীতে একমাত্র মানুষই হাসতে পারে।
অবশ্য হায়নারাও
হাসির মতো শব্দ করে, কিন্তুহাসির মর্ম শুধু
মানুষই
বুঝে।
☞ ঘোড়ার নাকের ফুটো দুটো শুধু
যে আকারেই বড় তা নয়,
ওদের রয়েছে অসাধারণ ঘ্রাণশক্তি।
☞ আমরা জানি প্রাণীদের
মধ্যে সবচেয়ে বড় নীল তিমি। আর
এই নীল তিমিই প্রাণীদের
মধ্যে সবচেয়ে জোড়ে শব্দ
করতে পারে। ওরা পরস্পরের
মধ্যে ভাববিনিময়ের সময়
যে শিস দেয়, সেটা প্রায় ৫৩০ মাইল দূর
থেকেও শোনা যায়।
☞ ডলফিন একচোখ খোলা রেখে ঘুমায়।
☞ একটি জলহস্তি চাইলে পানিরনিচে ৩০
মিনিট পর্যন্ত দম
বন্ধ করে থাকতে 

No comments:

Post a Comment