পেঁয়াজ ও রসুনে প্রচুর পরিমাণে সালফার থাকে। আর মাথায় চুল গজাতে দেহে যে রাসায়নিকের প্রয়োজন, সেটা হলো কোলাজেন। এই কোলাজেন সালফার নামক উপাদান থেকে সহজে পাওয়া যায়। পেঁয়াজের রস মাথায় লাগিয়ে রেখে ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। এ ছাড়া কয়েকটি রসুনের কোয়া থেঁতলে অল্প নারকেল তেল দিয়ে গরম করে নিন। ঠান্ডা হলে চুলে মালিশ করে লাগিয়ে নিন। আধা ঘণ্টা পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুই দিন লাগালে কয়েক সপ্তাহেই ভালো ফলাফল পাওয়া যাবে...
No comments:
Post a Comment