একরাতে রাজা আর রানী গল্প করতে করতে কথায় কথায় রানী বলে ফেললেন..
রানীঃ সব স্বামীরাই বউয়ের কথা শোনে । রাজা রানীর কথায় একমত হলেন না । তখন তারা
একে অপরের সাথে তর্ক করতে শুরু করে দিল ।এক পর্যায় রাজা রানীকে বললেন রাজাঃ ঠিক
আছে কালই প্রমাণ হয়ে যাবে কে কার কথা শোনে । পরের দিন রাজ্যে ঘোষণা করা হল “সব
বিবাহিত প্রজাদের জন্য রাজা এক বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন” তখন সব বিবাহিত
প্রজার হুড়োহুড়ি দিয়ে রাজপ্রসাদের সামনে হাজির হলো । রাজদরবারের সামনে দুইটা
সাইনবোর্ড লাগানো হলো ১টা যারা বউয়ের কথা শোনে তাদের লাইন আরেকটা যারা বউয়ের কথা
শোনে না তাদের লাইন । তখন সবাই ঠেলাঠেলি করে যারা বউয়ের কথা শোনে সেই লাইনে গিয়ে
দাড়ালো । কিন্তু বল্টু বেচারা যারা বউয়ের কথা শোনে না সেই লাইনে গিয়ে দাড়ালো ।
রাজা হেরে গিয়েও একদিক থেকে খুশি হলেন যাক রাজ্যে এক বান্দা তো আছে যে বউয়ের কথা
শোনে না । তখন রাজা কৌতুলি হয়ে বল্টুকে জিজ্ঞাসা রাজাঃ কি ব্যাপার তুমি এই লাইনে
এসে দাড়ালে কেনো ? তখন বল্টু বললো……….. .. “আমার বউ আমাকে বেশি হুড়োহুড়ির মধ্যে
যেতে মানা করেছে”
No comments:
Post a Comment